প্রশ্ন বুঝে উত্তর লেখো

সাধারণ বিজ্ঞান বিষয়ে দুই ধরনের প্রশ্ন থাকে—বহুনির্বাচনি ও সৃজনশীল। বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন থাকে। কাজেই বহুনির্বাচনি অংশে ভালো করতে হলে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশগুলো আন্ডারলাইন করে বারবার পড়তে হবে। বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, গাণিতিক সমস্যা ভালোভাবে আত্মস্থ করতে হবে। সৃজনশীল অংশে তিনটি বিভাগ থাকে। প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হয়। উদ্দীপক থেকে সৃজনশীলে চারটি প্রশ্ন করা হয়। ক নম্বর প্রশ্নের উত্তর জ্ঞানমূলক। এটি বইয়ের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া থাকে। খ নম্বর প্রশ্নের উত্তর অনুধাবনমূলক। এ ক্ষেত্রে পাঠ্যবইয়ের কোনো অংশ বুঝে তা ব্যাখ্যা করতে হবে। গ নম্বর প্রশ্নটি প্রয়োগমূলক। এ ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত বিষয়কে বুঝে নিয়ে পাঠ্যবইয়ের কোনো সুনির্দিষ্ট ধারণা বা তথ্যের আলোকে তা ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বর প্রশ্নটি উচ্চতর দক্ষতাভিত্তিক।

এ প্রশ্নে সাধারণত বিশ্লেষণ, মূল্যায়ন, যৌক্তিকতা নিরূপণ ইত্যাদি করতে বলা হয়। এখানে উদ্দীপকের আলোকে পাঠ্য বিষয়ের তথ্য ব্যবহার করে নিজস্ব বিচার-বিশ্লেষণের মাধ্যমে মতামত তুলে ধরতে হবে। গাণিতিক সমস্যার ক্ষেত্রে বিভিন্ন সূত্র, সূত্রের ব্যাখ্যা ও রাশির একক ভালোভাবে আত্মস্থ করতে হবে।

রূপনগর মডেল স্কুল ও কলেজ , ঢাকা