পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (NAPE) চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ২০টি হবে গতানুগতিক। আজ দেওয়া হলো গতানুগতিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-৮
২৬. বাংলাদেশে কোন সময়ে আমরা সূর্যের নিকটতম অবস্থানে থাকি?
ক. গ্রীষ্মকালে খ. শীতকালে
গ. বর্ষাকালে ঘ. শরত্কালে
উত্তর: ক. গ্রীষ্মকালে
২৭. কিসের পার্থক্যের জন্য ঋতুর পরিবর্তন ঘটে?
ক. তাপ খ. দূরত্ব
গ. তাপমাত্রা ঘ. সময়
উত্তর: গ. তাপমাত্রা
২৮. আপন অক্ষের ওপর ঘুরতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ৩৬৫ দিন খ. ৩৬৫ দিন ৬ ঘণ্টা
গ. ২৪ ঘণ্টা ঘ. ৪৮ ঘণ্টা
উত্তর: গ. ২৪ ঘণ্টা
২৯. পৃথিবী তার অক্ষের চারদিকে কীভাবে ঘুরছে?
ক. পূর্ব থেকে পশ্চিম দিকে
খ. পশ্চিম থেকে পূর্ব দিকে
গ. উত্তর থেকে দক্ষিণ দিকে
ঘ. দক্ষিণ থেকে উত্তর দিকে
উত্তর: খ. পশ্চিম থেকে পূর্ব দিকে
৩০. যে সময় উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয়, তখন দক্ষিণ গোলার্ধে কোন ঋতু?
ক. শরত্কাল খ. শীতকাল
গ. গ্রীষ্মকাল ঘ. হেমন্তকাল
উত্তর: খ. শীতকাল।
অধ্যায়-৯
১. আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কোনটি বলে তুমি মনে করো?
ক. কম্পিউটার ভাইরাস
খ. কীটনাশকের ব্যবহার
গ. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও এর ব্যবহার
ঘ. রাসায়নিক সারের ব্যবহার
উত্তর: গ. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও এর ব্যবহার
২. নতুন প্রযুক্তি উদ্ভাবিত হওয়ার পেছনে কোনটি কাজ করছে বলে তুমি মনে করো?
ক. বিজ্ঞানশিক্ষা খ. আরাম-আয়েশ
গ. প্রয়োজনবোধ
ঘ. বিনোদন আকাঙ্ক্ষা
উত্তর: গ. প্রয়োজনবোধ
৩. কত বছর আগে মানুষ পাথর ঘষে অস্ত্র বানিয়েছিল?
ক. প্রায় ২০ লাখ খ. প্রায় ২৫ লাখ
গ. প্রায় ৪০ লাখ
ঘ. প্রায় ৫০ লাখ
উত্তর: ক. প্রায় ২০ লাখ
৪. কত বছর আগে মানুষ আগুন জ্বালাতে ও নিয়ন্ত্রণে আনতে শিখেছিল?
ক. ১০ হাজার বছর
খ. ২০ হাজার বছর
গ. ২৫ হাজার বছর
ঘ. ৫০ হাজার বছর
উত্তর: ঘ. ৫০ হাজার বছর
৫. কত সাল পর্যন্ত কৃষিপ্রযুক্তির অগ্রগতি খুব ধীরগতির ছিল?
ক. ১৫০০ সাল খ. ১৬০০ সাল
গ. ১৭০০ সাল ঘ. ১৮০০ সাল
উত্তর: গ. ১৭০০ সাল
৬. মানুষ অন্য প্রাণী থেকে উন্নত— এর মূল কারণ কোনটি?
ক. মানুষ সামাজিক জীবন যাপন করে
খ. মানুষ দ্রুত চলাচল করে
গ. অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি বেশি
ঘ. মানুষ পরনির্ভরশীল
উত্তর: গ. অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি বেশি
৭. হঠাত্ করে তোমার ছোট ভাইয়ের শরীর গরম মনে হচ্ছে। এখন ভাইয়ের শরীরের তাপমাত্রা কী দিয়ে মাপবে?
ক. ব্যারোমিটার খ. থার্মোমিটার
গ. ক্যালরিমিটার ঘ. ল্যাকটোমিটার
উত্তর: খ. থার্মোমিটার
৮. বিজ্ঞানের ভিত্তি কোনটি?
ক. জিজ্ঞাসা খ. অনুসন্ধিত্সা
গ. পরীক্ষা-নিরীক্ষা ঘ. প্রেরণা
উত্তর: খ. অনুসন্ধিত্সা
৯. নিচের কোন দুটি বিষয় গভীরভাবে সম্পর্কিত?
ক. বিজ্ঞান ও তথ্য খ. তথ্য ও প্রযুক্তি
গ. বিজ্ঞান ও প্রযুক্তি
ঘ. জ্ঞান ও আবিষ্কার
উত্তর: গ. বিজ্ঞান ও প্রযুক্তি
১০. গবেষণার কাজে ব্যবহার করা হয় কোনটি?
ক. কলম খ. অণুবীক্ষণ যন্ত্র
গ. ট্রাক্টর ঘ. টেলিফোন
উত্তর: খ. অণুবীক্ষণ যন্ত্র
১১. কৃষিপ্রযুক্তি কোনটি?
ক. ট্রাক্টর খ. এক্স-রে
গ. কম্পিউটার ঘ. ইনসুলিন
উত্তর: ক. ট্রাক্টর
১২. চিকিত্সাপ্রযুক্তি কোনটি?
ক. পাওয়ার টিলার খ. এক্স-রে
গ. টেলিগ্রাফ ঘ. টেলিভিশন
উত্তর: খ. এক্স-রে
১৩. আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় কোনটি?
ক. যানবাহনপ্রযুক্তি খ. তথ্যপ্রযুক্তি
গ. বাসস্থানপ্রযুক্তি ঘ. শিক্ষাপ্রযুক্তি
উত্তর: খ. তথ্যপ্রযুক্তি
১৪. বর্তমানে সারা বিশ্বে কী ব্যবহার করে শ্রেণিকক্ষে শিক্ষা দেওয়া হয়?
ক. কম্পিউটার খ. টেলিভিশন
গ. টেপ রেকর্ডার
ঘ. মাল্টিমিডিয়া প্রজেক্টর
উত্তর: ঘ. মাল্টিমিডিয়া প্রজেক্টর।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ইয়ার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী