ফাজিল ৩য় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৭.২৫ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ২০১৮ সালের ফাজিল তৃতীয় বর্ষের (অনিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে পাসের হার ৯৭ দশমিক ২৫ শতাংশ।


ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় ২ হাজার ১৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২ হাজার ৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফাজিল তৃতীয় বর্ষের (অনিয়মিত) পরীক্ষার ফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে ফল জানা যাবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ। এ সময় প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ, উপপরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রকাশিত ফলে কোনো ধরনের অসংগতি দেখা গেলে পরবর্তী ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে অবহিত করতে বলা হয়েছে।