ফিন্যান্স ও ব্যাংকিং | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১৩. বাংলাদেশে কোন কারণে বাণিজ্য ঘাটতি হয়?

ক. অদক্ষ পরিচালনা

খ. কারিগরি অক্ষমতা

গ. আমদানি বেশি

ঘ. শ্রমশক্তির অভাব

১৪. বাণিজ্য ঘাটতি পূরণে কোনটি ভূমিকা রাখে?

ক. রেমিট্যান্স

খ. বৈদেশিক ঋণ

গ. বৈদেশিক অনুদান

ঘ. শুল্ক

১৫. মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে কী বলে?

ক. অব্যবসায়ী প্রতিষ্ঠান

খ. সমবায় প্রতিষ্ঠান

গ. ব্যবসায় প্রতিষ্ঠান

ঘ. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান

১৬. একমালিকানা ব্যবসায়ের তহবিলের প্রধান উৎস কী?

ক. আত্মীয়স্বজন খ. ব্যাংকঋণ

গ. মহাজন ঘ. নিজস্ব তহবিল

১৭. কোন ব্যবসায়ে লোকসান হলে নিজস্ব তহবিল থেকে ক্ষতিপূরণ করতে হয়?

ক. একমালিকানা খ. অংশীদারি

গ. কোম্পানি ঘ. সমবায় ব্যবসায়

১৮. কোন প্রতিষ্ঠানের তারল্য ঝুঁকি বেশি?

ক. একমালিকানা খ. অংশীদারি

গ. কোম্পানি ঘ. সমবায় ব্যবসায়

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. ঘ ১৭. ক ১৮. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল
নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা