ফিন্যান্স ও ব্যাংকিং | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

৭. বাণিজ্যিক ব্যাংক অর্থনীতির স্থিতিশীলতায় সহায়তা করে কীভাবে?

ক. কেন্দ্রীয় ব্যাংকের ঋণনীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে

খ. প্রয়োজনমাফিক বাজারে ঋণদান করে

গ. বিভিন্ন খাতে ঋণদান করে

ঘ. কেন্দ্রীয় ব্যাংক হতে গৃহীত ঋণের কাম্য ব্যবহার করে

৮. ব্যবসায়ীদের ঋণ দিয়ে ব্যাংক কোন ধরনের কাজে সহায়তা করে?

ক. সেবামূলক

খ. উৎপাদনমূলক

গ. পরিকল্পনামূলক

ঘ. কেনা-বেচামূলক

৯. আর্থিক সচ্ছলতার সার্টিফিকেট প্রদান করে কোন ব্যাংক?

ক. কেন্দ্রীয় ব্যাংক

খ. বিশেষায়িত ব্যাংক

গ. বাণিজ্যিক ব্যাংক

ঘ. সমবায় ব্যাংক

১০. আমদানি রপ্তানি–সংক্রান্ত কার্যাবলি সম্পাদন ব্যাংকের কোন ধরনের কাজ?

ক. বিশেষ কাজ

খ. ব্যবসায়িক কাজ

গ. সামাজিক কাজ

ঘ. প্রতিনিধিত্বমূলক কাজ

১১. ব্যাংক মক্কেলের প​ক্ষে বাট্টার মাধ্যমে কোন কাজ করে থাকে?

ক. দলিলপত্র সংরক্ষণ

খ. প্রত্যয়পত্র ইস্যু

গ. বিনিময় বিল ভাঙানো

ঘ. লকার ভাড়া

সঠিক উত্তর

অধ্যায় ১০: ৭. ক ৮. খ ৯. গ ১০. ঘ ১১. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা