ফিন্যান্স ও ব্যাংকিং | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১৯. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুমতি নেওয়া বাধ্যতামূলক?

ক. একমালিকানা খ. অংশীদারি

গ. কোম্পানি ঘ. সমবায় ব্যবসায়

২০. কোন ব্যবসায়ের জন্য শেয়ার ইস্যু প্রয়োজন?

ক. একমালিকানা খ. অংশীদারি

গ. কোম্পানি ঘ. সমবায় ব্যবসায়

২১. শেয়ার হোল্ডারদের কোম্পানি শেয়ারের বিনিময়ে কী দেয়?

ক. বন্ড খ. ডিবেঞ্চার

গ. লভ্যাংশ ঘ. সুদ

২২. কোম্পানি ডিবেঞ্চার হোল্ডারদের কী দেয়?

ক. বন্ড খ. ডিবেঞ্চার

গ. লভ্যাংশ ঘ. সুদ

উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রাসেল সরকারি অফিসের একজন নিরাপত্তাকর্মী, তাঁর আয় পরিবারের খরচের জন্য যথেষ্ট নয়, তাঁর মেয়ের লেখাপড়ার জন্য অর্থায়নের প্রয়োজন হয়, এ জন্য মাঝেমধ্যে তাঁকে আত্মীয়স্বজনের কাছ থেকে ধার নিতে হয়।

২৩. রাসেল তাঁর মেয়ের লেখাপড়ার জন্য কোন ধরনের অর্থায়ন করেছেন?

ক. প্রাতিষ্ঠানিক খ. পারিবারিক

গ. ব্যবসায় ঘ. অব্যবসায়

২৪. রাসেলের পারিবারিক তহবিল খরচের তুলনায় বেশি হলে কোনটি করা উচিত?

ক. বিলাসী আসবাবপত্র ক্রয়

খ. ভবিষ্যৎ ব্যবহারের জন্য সঞ্চয়

গ. এতিমখানায় দান ঘ. জমি ক্রয়

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৯. গ ২০. গ ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. খ

নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা