১.
মি. খালেকুজ্জামান রাজশাহীর একজন আম ব্যবসায়ী। তিনি ওই এলাকায় অবস্থিত ‘পল্লব ব্যাংক লি.’-এ হিসাব খুলেছেন। এই ব্যাংকের একটি মাত্র শাখা এবং এটি শুধু রাজশাহী এলাকাতেই কার্যক্রম পরিচালনা করে।
প্রশ্ন
ক. মালিকানা ভিত্তিতে ব্যাংক কত প্রকার?
খ. আঞ্চলিক ব্যাংক বলতে কী বোঝায়?
গ. কাঠামোর ভিত্তিতে ‘পল্লব ব্যাংক লি.’ কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. ‘বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পল্লব ব্যাংক লি. মি. খালেকুজ্জামানের জন্য উপযুক্ত ব্যাংক নয়’—বিশ্লেষণ করো।
উত্তর
ক. ছয় প্রকার।
খ. কোন বিশেষ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়, তাকে আঞ্চলিক ব্যাংক বলে।
যেমন: রাজশাহী অঞ্চলে কৃষির উন্নয়ন ও কৃষকদের সেবাদানের উদ্দেশ্য ‘রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক’ প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি আঞ্চলিক ব্যাংক।
গ. কাঠামোর ভিত্তিতে ‘পল্লব ব্যাংক লি.’ একটি একক ব্যাংক। শুধু একটি নির্দিষ্ট অঞ্চলে একটি মাত্র অফিস নিয়ে যে ব্যাংক তার কার্যাবলি সম্পাদন করে, তাকে একক ব্যাংক বলে। উদ্দীপকের পল্লব ব্যাংক লি. শুধু রাজশাহী অঞ্চলে একটি অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে।
এর অন্য কোথাও কোনো শাখা নেই। তাই পল্লব ব্যাংক লি. একটি একক ব্যাংক।
ঘ. কাঠামোভিত্তিতে পল্লব ব্যাংক লি. একটি একক ব্যাংক এবং অঞ্চল ভিত্তিতে এটি আঞ্চলিক ব্যাংক। উভয় কারণেই পল্লব ব্যাংকের কিছু সীমাবদ্ধতা রয়েছে।
যেমন এ ব্যাংকের কোথাও কোনো শাখা নেই বলে ব্যবসায়ী তাঁর ব্যাংকিং লেনদেন সম্প্রসারণ করতে পারছেন না, তা ছাড়া তিনি রাজশাহীর ব্যবসায়ী হলেও তাঁকে সারা দেশের ব্যবসায়ীদের সঙ্গে অনলাইনে লেনদেন করতে হয়, যা ওই পল্লব ব্যাংক লি.-এর মাধ্যমে সম্ভব নয়।
ব্যবসায়ী হিসেবে আধুনিক ব্যাংকিং সুবিধা পেতে তাই এই ব্যাংক তাঁর জন্য মোটেও উপযুক্ত নয়। তাঁর জন্য এমন কোনো বাণিজ্যিক ব্যাংক বেছে নওয়া উচিত, যে ব্যাংকের দেশজুড়ে অনেক শাখা ও অনলাইন সুবিধা রয়েছে। এরকম ব্যাংকের মাধ্যমেই জনাব খালেকুজ্জামান দেশের সর্বত্র তাঁর ব্যবসা কার্যক্রম সম্প্রসারণ করতে পারবে।