বঙ্গোপসাগরের আঞ্চলিক গুরুত্ব নিয়ে আইইউবির ওয়েব সেমিনার কাল

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ‘বে অব বেঙ্গল ইনস্টিটিউট প্রজেক্ট’ চারটি ওয়েব সেমিনারের আয়োজন করেছে। এর মধ্যে প্রথম ওয়েব সেমিনারটি হবে কাল মঙ্গলবার। সেমিনারের আলোচ্য বিষয় ‘কোভিড-১৯-পরবর্তী বিশ্বে ক্রমবর্ধমান রাজনৈতিক, পরিবেশভিত্তিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বঙ্গোপসাগরের গুরুত্ব’।

ওয়েব সেমিনারটি ডেইলি স্টার, প্রথম আলো ডিজিটালসহ আইইউবির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হবে।

আগামীকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বিমসটেকের সেক্রেটারি জেনারেল এম শহিদুল ইসলাম এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

সেমিনারে আলোচক হিসেবে থাকবেন বিআইএমআরএডির চেয়ারম্যান অ্যাডমিরাল (অব.) নাজিমউদ্দিন আহমেদ, সেন্টার পর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো মুস্তাফিজুর রহমান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য মিলান পাগন এবং ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ইমতিয়াজ এ হুসেইন।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাবেক রাষ্ট্রদূত এবং আইইউবির বে অব বেঙ্গল ইনস্টিটিউট প্রোজেক্টের সিনিয়র ফেলো তারিক এ করিম।