বঙ্গোপসাগরের আঞ্চলিক গুরুত্ব নিয়ে সমাপনী ওয়েব সেমিনার

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বে অব বেঙ্গল ইনস্টিটিউট প্রজেক্ট সিরিজ ওয়েব সেমিনার বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ৬ অক্টোবর সমাপনী ওয়েব সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ‘বাংলাদেশ এবং এর স্থলবেষ্টিত প্রতিবেশী দেশগুলির জন্য বঙ্গোপসাগরের আঞ্চলিক গুরুত্ব’।

৬ অক্টোবর সমাপনী ওয়েব সেমিনারটি অনুষ্ঠিত হবে

ওয়েব সেমিনারটি ডেইলি স্টার, প্রথম আলোসহ আইইউবির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে সরাসরি প্রচারিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসফি বিনতে শামস।

বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান রেনসে টেরিঙ্ক ও বাংলাদেশে ভুটানের সাবেক রাষ্ট্রদূত সোনম তোবদেন রাবগি।

সেমিনারে আলোচক হিসেবে ছিলেন নেপালের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক সাবেক উপদেষ্টা ও দেশটির সাবেক অর্থসচিব রামেসোর খানাল, বিমরাডের উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল (অব.) কে এস হোসেন ও ভারতের মেঘালয়ের এশিয়ান কনফ্লুয়েন্সের ডিরেক্টর সব্যসাচী দত্ত।

স্বাগত বক্তব্য দেন আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য মিলান পাগন। ধন্যবাদ জ্ঞাপন করেন সাবেক রাষ্ট্রদূত ও আইইউবির বে অব বেঙ্গল ইনস্টিটিউট প্রজেক্টের সিনিয়র ফেলো তারিক এ করিম।

ওয়েব সেমিনারটি সঞ্চালনা করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার। বিজ্ঞপ্তি