অধ্যায় ৪
১. অফিস বাড়ি হিসেবে ঢাকার সবচেয়ে সুন্দর ভবন কোনটি?
ক. এফ রহমান হল
খ. মহসিন হল
গ. কার্জন হল
ঘ. সলিমুল্লাহ হল
২. কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদের অংশ?
ক. কলা অনুষদ খ. বিজ্ঞান অনুষদ
গ. আইন অনুষদ ঘ. বাণিজ্য অনুষদ
৩. পুরোনো হাইকোর্ট ভবনটি কোন আমলে তৈরি?
ক. ইংরেজ আমলে খ. মোগল আমলে
গ. পাল আমলে ঘ. সেন আমলে
৪. সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
ক. জাহাঙ্গীরনগর খ. সোনারগাঁ
গ. ময়মনসিংহ ঘ. ঢাকা
৫. ধনী ব্যবসায়ীদের অনেকে কত শতকে সোনারগাঁয়ের পানাম এলাকাটিকে বসবাসের জন্য বেছে নেন?
ক. পনেরো শতকে
খ. সতেরো শতকে
গ. আঠারো শতকে
ঘ. উনিশ শতকে
৬. পানামনগরের মূল সড়কের দুই পাশে এখনো সারিবদ্ধভাবে কতগুলো ইমারত টিকে আছে?
ক. ৫০টি খ. ৫১টি
গ. ৫২টি ঘ. ৫৩টি
৭. বাংলাদেশে ইংরেজ শাসনামল কত বছর ছিল?
ক. প্রায় ২০০ বছর খ. প্রায় ৩০০ বছর
গ. প্রায় ৪০০ বছর ঘ. প্রায় ৫০০ বছর
৮. ইংরেজ শাসনামলের সময়কাল কত?
ক. ১৭৫৬-১৯৪৭ পর্যন্ত
খ. ১৭৫৭-১৯৪৭ পর্যন্ত
গ. ১৭৫৮-১৯৪৭ পর্যন্ত
ঘ. ১৭৫৭-১৯৪৮ পর্যন্ত
৯. কোন আমলে এ দেশে বেশ কিছু সুদৃশ্য অট্টালিকা ও অন্যান্য প্রত্ননিদর্শন তৈরি হয়েছিল?
ক. ইংরেজ আমলে খ. পাকিস্তান আমলে
গ. মোগল আমলে ঘ. পাল আমলে
১০. প্রত্নসম্পদ বলতে বোঝায়—
i. পুরোনো স্থাপত্য ও শিল্পকর্ম
ii. প্রাচীন আমলের মুদ্রা
iii. প্রাচীন মূর্তি বা ভাস্কর্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii
গ. i, ii ও iii ঘ. iii
১১. প্রত্ননিদর্শনের মাধ্যমে ধারণা লাভ করা যায় সেকালের মানুষের—
i. সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা
ii. জীবনযাত্রা, বিশ্বাস-সংস্কার
iii. রুচি বা দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
ক. i, ii ও iii খ. ii
গ. i ও ii ঘ. iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. খ ৯. ক ১০. গ ১১. ক
বাকি অংশ ছাপা হবে আগামী শনিবার
মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা