বহুনির্বাচনি প্রশ্ন

মিনু

২৫. মিনু গল্পের শানু কিসের নাম?

ক. হাতুড়ির নাম

খ. কয়লা ভাঙার পাথরের নাম

গ. মিনুর সইয়ের নাম

ঘ. একটি মেয়ের নাম

২৬. মিনুর কাছে কাকে রাক্ষুসী মনে হয়?

ক. মিটসেফকে

খ. উনুনকে

গ. বোলতা ভিমরুলকে

ঘ. কয়লাকে

২৭. কোনটিতে মিনুর অখণ্ড মনোযোগ?

ক. ছবি আঁকায় খ. বাসার কাজকর্মে

গ. সেলাইয়ে ঘ. পড়ালেখায়

২৮. মিনু কী দেখে ভাবে সইয়ের উনুনে চমত্কার আঁচ হয়েছে?

ক. সাঁজের লাল আকাশ দেখে

খ. উষার লাল আভা দেখে

গ. আগুনের লাল আভা দেখে

ঘ. জ্বলন্ত কয়লা দেখে

২৯. মেঘলা আকাশ দেখে মিনু কী ভাবে?

ক. সইয়ের মন খারাপ

খ. বিপদের পূর্বাভাস

গ. বৃষ্টি হতে পারে

ঘ. সই ছাই পরিষ্কার করেনি

৩০. মিনুর অভিনব জগতে কারা আছে?

ক. সব আত্মীয়স্বজন

খ. শত্রু-মিত্র সবাই

গ. শুধু–বন্ধুরা

ঘ. শুধু–শত্রুরা

৩১. মিনু কখন বোলতা বা ভিমরুলদের মারে?

ক. রাতে সবাই ঘুমালে

খ. দুপুরে পিসিমা ঘুমালে

গ. কাজের ফাঁকে

ঘ. মিসেমশাই বাইরে গেলে

৩২. ভিমরুল মেরে মিনু কাদের খেতে দেয়?

ক. বিড়ালদের খ. ইঁদুরদের

গ. পিঁপড়াদের ঘ. তেলাপোকাদের

৩৩. মিনুর উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি কী?

ক. অ্যা অ্যা খ. চুক চুক

গ. কুঁই কুঁই ঘ. হিসহিস

৩৪. কয়লা ভাঙা আর বোলতা মারার সময় মিনুর মুখ দিয়ে কোন শব্দ বের হয়?

ক. ফিসফিস খ. হি হি

গ. হিস হিস ঘ. কুঁই কুঁই

৩৫. ঘটি পড়ে বাঁকা হয়ে গেলে মিনু কেঁদেছিল কেন?

ক. সে চোখে দেখে না বলে

খ. সে অসুস্থ বলে

গ. মন সংবেদনশীল বলে

ঘ. পিসিমার ভয়ে

৩৬. হারু, বাবু তারু ও কারু কিসের নাম?

ক. গ্লাসের খ. হাঁড়ির

গ. বাছুরের ঘ. ছাগলের

৩৭. মিনু কাদের ছোট ছেলের মতো গোসল করায়?

ক. বাসনগুলোকে খ. ঘটিগুলোকে

গ. হাঁড়িগুলোকে ঘ. গ্লাসগুলোকে

সঠিক উত্তর

মিনু: ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. খ ২৯. ঘ

৩০. খ ৩১. খ ৩২. খ ৩৩. গ ৩৪. গ ৩৫. গ ৩৬. ক ৩৭. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল