বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১. সতি৵কারের নেটওয়ার্কে কতগুলো কম্পিউটার থাকে?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. অনেক

২. পৃথিবীজুড়ে জালের মতো কোনটি বিস্তৃত আছে?

ক. কম্পিউটার খ. ইন্টারনেট

গ. তথ্য ঘ. প্রযুক্তি

৩. একটি নেটওয়ার্কে কতর্টি সার্ভার থাকতে পারে কয়টি?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. অনেক

৪. সার্ভার অর্থ কী?

ক. তথ্য বিলি করা

খ. তথ্য গ্রহণ করা

গ. তথ্য সার্ভ করা

ঘ. তথ্য পাঠানো

৫. কেউ যদি অন্য কারও কাছ থেকে কোনো ধরনের সেবা নেয়, তখন তাকে কী বলে?

ক. ক্লায়েন্ট খ. সার্ভার

গ. মিডিয়া ঘ. এডাপ্টার

৬. কো–অক্সিয়াল তার কোনটি?

ক. ক্লায়েন্ট খ. মিডিয়া

গ. সার্ভার ঘ. এডাপ্টার

৭. মিডিয়া কী?

i. কো-অক্সিয়াল তার

ii. বৈদ্যুতিক তার

iii. অপটিক্যাল ফাইবার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. মিডিয়া ব্যতীত নেটওয়ার্কের জন্য কী ব্যবহার করা যেতে পারে?

ক. কো-অক্সিয়াল তার

খ. বৈদ্যুতিক তার

গ. অপটিক্যাল ফাইবার

ঘ. ওয়্যারলেস পদ্ধতি

৯. NIC-এর পূর্ণনাম কী?

ক. Network Interface Card

খ. Network In Card

গ. Network Internet Cable

ঘ. Net Inter Card

১০. যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে তাকে কী বলে?

ক. মডেম খ. ডোমেইন

গ. ইউজার ঘ. সার্ভার

১১. Drop box কী?

ক. একটি সেবা, যা তথ্য সংরক্ষণ করে

খ. একটি মোবাইল ফোনের নাম

গ. একটি হার্ডওয়্যার

ঘ. একটি ওয়েব ব্রাউজার

১২. নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে যে নিয়মকানুন মেনে চলতে হয়, তাকে কী বলে?

ক. নেটওয়ার্ক খ. প্রটোকল

গ. ক্লায়েন্ট ঘ. সার্ভার

১৩. বৃত্তাকার টপোলজি কেমন ধরনের হবে?

ক. গোলাকার বৃত্তের মতো

খ. গোলাকার

গ. বৃত্তের মতো

ঘ. ত্রিভুজের মতো

১৪. টপোলজি হচ্ছে—

i. বাস ii. কার iii. ট্রি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ১. ঘ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা