ক্রিয়াপদ
৫. নিচের কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
ক. আমি টিফিন খেয়েছি
খ. আমি টিফিনে খেয়েছি
গ. মাখন গান গাচ্ছে
ঘ. দিতি বই পড়ছে
৬. কোন বাক্যটির ক্রিয়াপদ অকর্মক? ক. আমি টিফিনে খেয়েছি
খ. আমি টিফিন খেয়েছি
গ. সে দুপুরে ভাত খেয়েছে
ঘ. মা রান্না করেছেন
৭. ‘বাবা প্রতিদিন বাজার করতেন।’ বাক্যটির ক্রিয়াপদ কোন কালের?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
৮. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
ক. সাপুড়ে সাপ খেলায়
খ. সাইরেন বেজে উঠল
গ. মিতালি বই পড়ছে
ঘ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছে
৯. ‘সাইরেন বেজে উঠল’ বাক্যে ‘বেজে উঠল’ কোন ধরনের ক্রিয়া?
ক. সমাপিকা খ. অসমাপিকা
গ. প্রযোজক ঘ. যৌগিক
১০. ‘আমি টিফিনে খেয়েছি’ এটি কোন ক্রিয়ার উদাহরণ?
ক. সকর্মক
খ. অকর্মক
গ. দ্বিকর্মক
ঘ. প্রযোজক
১১. কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ?
ক. সাইরেন বেজে উঠল
খ. মা নুসরাতকে চাঁদ দেখাচ্ছেন
গ. পাভেল স্কুলে যায়
ঘ. হাফিজ চিঠি লিখছে
১২. কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
ক. সাপুড়ে সাপ খেলায়
খ. সে পাস করে গেল
গ. সেলিমা বেগম বাড়ি যায়
ঘ. বাবা বাড়ি এসেছেন
১৩. অকর্মক ক্রিয়ার প্রয়োগ ঘটেছে নিচের কোন বাক্যে?
ক. রহিম বই পড়ে।
খ. আমি টিফিনে খেয়েছি।
গ. ছেলেটি কথা শুনেছি।
ঘ. আজ বৃষ্টি হচ্ছে।
১৪. ‘মৌলি পাস করে গেল’—বাক্যটিতে কোন ক্রিয়ার ব্যবহার হয়েছে?
ক. সকর্মক ক্রিয়া খ.যৌগিক ক্রিয়া
গ. দ্বিকর্মক ক্রিয়া ঘ. অকর্মক ক্রিয়া
১৫. প্রযোজক ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে?
ক. সে পাস করে গেল
খ. আমি বাড়ি গিয়ে খাব
গ. স্বপন চিঠি লিখেছে
ঘ. সাপুড়ে সাপ খেলায়
সঠিক উত্তর
ক্রিয়াপদ: ৫. খ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল