পঞ্চম শ্রেণির পড়াশোনা: বাংলা প্রশ্নোত্তর
শব্দদূষণ
প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো।
নিশিরাত, কিচিরমিচির, ফেরিঅলা, শব্দদূষণ
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
নিশিরাত গভীর রাত
কিচিরমিচির পাখির ডাকাডাকির আওয়াজ
ফেরিঅলা রাস্তা বা বাড়ি বাড়ি ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন
শব্দদূষণ অত্যন্ত কোলাহল
প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
ফেরিঅলা, নিশিরাত,শব্দদূষণ, কিচিরমিচির
ক. চেঁচামেচি করো না, সবাই ঘুমুচ্ছে।
খ. ভোর বেলাতেই পাখির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে।
গ. হাঁক দিচ্ছে—থালাবাসন লাগবে।
ঘ. আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়।
উত্তর
ক. নিশিরাত, চেঁচামেচি করো না, সবাই ঘুমুচ্ছে।
খ. ভোর বেলাতেই পাখির কিচিরমিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে।
গ. ফেরিঅলা হাঁক দিচ্ছে—থালাবাসন চাই?
ঘ. শব্দদূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়।
প্রশ্ন: কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে?
উত্তর: ‘শব্দদূষণ’ কবিতায় কবি সুকুমার বড়ুয়া অনেক রকম পশু ও পাখির কথা বলেছেন। কবিতায় যেসব পশু ও পাখির কথা বলা হযেছে তা হলো:
পশু: গরু ও কুকুর।
পাখি: হাঁস, কবুতর, মোরগ, দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি আর কাক।