বাংলা | প্রশ্নোত্তর

ক্রিয়াপদের চলিত রূপ

প্রশ্ন: শাহজাদা নিজ হাতে গুরুর চরণ না ধুয়ে দেওয়ায় বাদশাহ মনে মনে দুঃখ পাইলেন।

উত্তর: শাহজাদা নিজ হাতে গুরুর চরণ না ধুয়ে দেওয়ায় বাদশাহ মনে মনে দুঃখ পেলেন।

প্রশ্ন: বিদ্যালয়ের ছেলেরা মাঠে বল খেলিতেছে।

উত্তর: বিদ্যালয়ের ছেলেরা মাঠে বল খেলছে।

প্রশ্ন: জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করিয়াছেন।

উত্তর: জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন।

প্রশ্ন: দেশের কল্যাণের জন্য জগদীশচন্দ্র বসু নিজ দেশে ফিরিয়া আসেন।

উত্তর: দেশের কল্যাণের জন্য জগদীশচন্দ্র বসু নিজ দেশে ফিরে আসেন।

প্রশ্ন: গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করিয়া স্যার জগদীশ চন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করেন।

উত্তর: গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে স্যার জগদীশ চন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করেন।

প্রশ্ন: স্যার জগদীশচন্দ্র বসু পৃথিবীকে দেখাইয়াছেন বিজ্ঞানের নতুন পথ।

উত্তর: স্যার জগদীশচন্দ্র বসু পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ।

প্রশ্ন: সন্ধ্যায় নদীর ঘাটে জেলেদের নৌকা আসিয়া ভিড়ে।

উত্তর: সন্ধ্যায় নদীর ঘাটে জেলেদের নৌকা এসে ভিড়ে।

প্রশ্ন: মৌচাকে মৌমাছিরা আসিয়া ভিড় করে।

উত্তর: মৌচাকে মৌমাছিরা এসে ভিড় করে।

প্রশ্ন: একটা রাস্তা এসে মিশিয়াছে চৌরাস্তায়।

উত্তর: একটা রাস্তা এসে মিশেছে চৌরাস্তায়।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল