ঘাসফুল
প্রশ্ন: ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
দোলায়-কিরণ-ধরার-তারারা-স্নেহ-কণা-রূপকথার-ফোটে
ক. ছোট ছোট ফুল হাওয়াতে মাথা।
খ. সকালে সূর্যের ততোটা তীব্র হয় না।
গ. বুকের স্নেহ-কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে।
ঘ. আঁধার আকাশে মিটিমিটি করে চায়।
ঙ. ফুল গাছে ফুল ।
চ. বই পড়তে অনেক ভালো লাগে।
ছ. মা দিয়ে আমাদের ভরে রাখেন।
উত্তর
ক. ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা।
খ. সকালে সূর্যের কিরণ ততোটা তীব্র হয় না।
গ. ধরার বুকের স্নেহ-কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে।
ঘ. আঁধার আকাশে তারারা মিটিমিটি করে চায়।
ঙ. ফুল গাছে ফুল ফোটে।
চ. রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে।
ছ. মা স্নেহ-কণা দিয়ে আমাদের ভরে রাখেন।
প্রশ্ন: এককথায় প্রকাশ করো।
উত্তর
দেশের প্রতি প্রেম— দেশপ্রেম
সকলে মিলে— একত্রে
আকাশে চরে যে— খেচর
ফুটে আছে যে— প্রস্ফুটিত
ঘাসের ফুল— ঘাসফুল
যার তুলনা নাই— অতুলনীয়
প্রশ্ন: সমার্থক শব্দ লেখো।
উত্তর
তীর— কূল
নিষ্ঠুর— কঠোর
মন— হৃদয়
মাথা— শির
সূর্য— রবি
প্রশ্ন: হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে?
উত্তর: ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে মাথা দোলাচ্ছে।
প্রশ্ন: ঘাসফুল আমাদের কাছে কী মিনতি করছে? কেন করছে?
উত্তর: ঘাসফুল হলো ঘাসের ছোট ছোট ফুল। ওরা প্রকৃতির বুকে পরম আনন্দে বেঁচে আছে। জীবনকে উপভোগ করছে হাওয়ার দোলায় আর সূর্যের আলোয়। ফুল ছিঁড়ে, পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়—ঘাসফুল আমাদের কাছে সেই মিনতি করছে। কারণ, ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া চাই। ঘাসফুল আমাদের কাছে এই মিনতিই করছে।
প্রশ্ন: ঘাসফুল কার সাথে নিজেকে তুলনা করছে? কীভাবে তুলনা করেছে?
উত্তর: পৃথিবীর বুকে যত আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে, তার সাথেই ঘাসফুল নিজেকে তুলনা করেছে। ঘাসফুলের মতে ধরার বুকের স্নেহ-কণাগুলিই আসলে প্রকৃতিতে ঘাস হয়ে ফুটে ওঠে। আর ঘাসফুল হচ্ছে তারই লাল, নীল সাদা হাসির বর্ণচ্ছটা, মায়াবী সুর জীবনকে ছন্দে-আনন্দে ভরে তোলে। ঘাসফুল এভাবেই নিজের বিশেষত্ব বুকের স্নেহ-কণার সঙ্গে নিজেকে তুলনা করেছে।