বাংলা | প্রশ্নোত্তর

সুন্দরবনের প্রাণী

প্রশ্ন: শকুন কীভাবে মানুষের উপকার করে?

উত্তর: শকুন একটি ব্যতিক্রমী পাখি। আচার-আচরণ ও স্বভাবের জন্য কেউ তাকে সুন্দর পাখি বলে না। অথচ এই শকুন মানুষের নানা উপকার করে থাকে। মানুষের পক্ষে যা ক্ষতিকর, সেসব আবর্জনা শুকুন খেয়ে ফেলে। আর সে কারণেই আমাদের চারদিকের পরিবেশ বসবাসের যোগ্য রয়েছে। সে কারণেই পরিবেশ অস্বাস্থ্যকর জিনিস দ্বারা পরিবেশ দূষিত হচ্ছে না। শকুন প্রকৃতই এবং সত্যিকার অর্থেই মানুষের উপকার ছাড়া অপকার করে না। তবে বাংলাদেশে শকুনের সংখ্যা অনেক কমে গেছে। এদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য।

প্রশ্ন: পশুপাখি ও জীবজন্তু না থাকলে প্রকৃতির কী বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়?

উত্তর: পশুপাখি ও জীবজন্তু যেকোনো দেশের জন্যই এক অমূল্য সম্পদ। প্রাকৃতিক পরিবেশে এরা মিলেমিশে থাকে। পশুপাখি ও জীবজন্তু না থাকলে প্রকৃতির নানা বিপর্যয় ঘটবে। বন্যা, খরা, ঝড় ইত্যাদির কবলে পড়ে মানুষজনসহ সব প্রাণিকুল ও বৃক্ষলতা বিপর্যস্ত হয়ে পড়বে। তাই এদের ধ্বংস করতে নেই। এদের যত্ন ও সংরক্ষণে আমাদের সচেতন হতে হবে।

প্রশ্ন: ক্যাঙারু কোথায় দেখা যায়?

উত্তর: প্রাণিজগতের এক বিচিত্র প্রাণী হলো ক্যাঙারু। একমাত্র অস্ট্রেলিয়াতেই এই প্রাণীটি দেখা যায়। এদের চারটি পা। পেছনের দুই পা বড় আর সামনের দুই পা ছোট। এ জন্য অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো ক্যাঙারু হাঁটাচলা করতে পারে না। পেছনের দুই পায়ে ভর দিয়ে এরা লাফিয়ে লাফিয়ে চলে। বুকের নিচে একটা থলিতে এরা তাদের বাচ্চা রাখে। এই বিচিত্র প্রাণী ক্যাঙারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হয়।

প্রশ্ন: সুন্দরবনে কি গন্ডার পাওয়া যায়?

উত্তর: প্রাণিজগতের আরেক বিস্ময় গন্ডার। এটি কালো রঙের চতুষ্পদ প্রাণী, উচ্চতায় ও লম্বায় গরুর আকারের। এদের নাকের ওপরে একটা শিং থাকে। ইংরেজ আমলের প্রথম দিকে, অর্থাৎ তিন শত বছর আগে, সুন্দরবনে গন্ডারের সংখ্যাধিক্য ছিল। কিন্তু সেই গন্ডার এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। ইংরেজ শাসক ও দেশীয় কর্মচারী এবং স্থানীয় দক্ষ শিকারি—সবাই মিলে ক্রমান্বয়ে গন্ডারের বংশ ধ্বংস করেছে। বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ভ্রাতা নলিনীভূষণ রায় ১৮৮৫ সালে সুন্দরবনে শেষবারের মতো গন্ডার দেখেছিলেন বলে জানা যায়। বর্তমানে সুন্দরবনে গন্ডার সম্পূর্ণ অবলুপ্ত।

প্রশ্ন: বাংলাদেশে হাতি কোন অঞ্চলে দেখা যায়?

উত্তর: ডাঙায় বাস করে এমন প্রাণীদের মধ্যে হাতির মতো বড় দ্বিতীয় কোনো প্রাণী নেই। একসময় এই বৃহৎ প্রাণী সুন্দরবনে দেখা যেত। এখন সুন্দরবনে কোনো হাতি নেই। বর্তমানে বাংলাদেশে একমাত্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতি দেখা যায়। রাঙামাটি ও বান্দরবান জেলায় পাহাড়ি অঞ্চলের গভীর অরণ্যে বুনো হাতির দল ঘুরে বেড়ায়।

হাতি আর শিয়ালের গল্প

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।

দিগন্ত, অহংকার, তিরিক্ষি, তুলকালাম কাণ্ড, হুংকার, মেদিনী, তটস্থ, শঙ্কিত, শক্তিধর, আস্তানা।

উত্তর

প্রদত্ত শব্দ অর্থ

তিরিক্ষি খারাপ মেজাজ

তুলকালাম কাণ্ড এলাহি কাণ্ড

হুংকার চিত্কার

মেদিনী ভূপৃষ্ঠ

তটস্থ ব্যতিব্যস্ত

শঙ্কিত ভীত

শক্তিধর শক্তি আছে যার

আস্তানা বসবাসের জায়গা

উদগ্রীব প্রতিমুহূর্ত অপেক্ষা করা

সমস্বরে একসঙ্গে শব্দ করা বা কথা বলা