আসমানি
১২. আসমানির বেশ-ভূষা কেমন?
ক. অত্যন্ত দামি খ. চলনসই
গ. সামান্য পুরাতন ঘ. শতচ্ছিন্ন
১৩. আসমানির দুচোখ কিসে ভরা?
ক. কৌতুকে খ. হাসিতে
গ. বিষাদে ঘ. হিংসায়
১৪. আসমানির অসুখের ভালো চিকিৎসা হয় না কেন?
ক. টাকার অভাবে
খ. গ্রামে ভালো ডাক্তার নেই বলে
গ. কুসংস্কারে বিশ্বাসের কারণে
ঘ. অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে
১৫. পরানের ঘরের চাল খড় দিয়ে ছাওয়া—কোন কবিতায় এমন চিত্র দেখা যায়?
ক. জন্মভূমি খ. মানুষ জাতি
গ. বাঁচতে দাও ঘ. আসমানি
১৬. আসমানির বাড়ির পুকুরের পরিবেশের কারণে তার পরিবার কোন রোগটিতে সহজেই আক্রান্ত হতে পারে?
ক. হৃদ্রোগ খ. ডায়রিয়া
গ. ক্যানসার ঘ. পোলিও
১৭. আসমানির শারীরিক ও মানসিক অবস্থা আমাদের মনে কোন অনুভূতির জাগরণ ঘটায়?
ক. সাহসিকতায় খ. সমবেদনা
গ. আনন্দ ঘ. হতাশা
সঠিক উত্তর
আসমানি: ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. খ