
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
যৌবনের গান
১। ‘যৌবনের গান’ প্রবন্ধে কবি তারুণ্য দেখেছেন কাদের মাঝে?
ক. আরবদের মাঝে খ. বেদুইনদের মাঝে
গ. আরব বেদুইনদের মাঝে
ঘ. কালাপাহাড়ের মাঝে
২। ‘যৌবনের গান’ প্রবন্ধের প্রতিপাদ্য—
ক. যৌবনের রূপ বিশ্লেষণ
খ. যৌবনের স্বরূপ বর্ণনা
গ. যৌবনশক্তির জয়গান
ঘ. নবীনদের ভূমিকা বর্ণনা
৩। ‘যৌবনের গান’ প্রবন্ধে কবি কিসের প্রশস্তি গেয়েছেন?
ক. দুর্গম খ. সেবকের সেবার
গ. মানবতার ঘ. দুর্বার যৌবনের
৪। কাজী নজরুল ইসলাম ‘যৌবনের গান’ অভিভাষণটি কোথায় দিয়েছিলেন?
ক. ঢাকায় খ. কুমিল্লায়
গ. ময়মনসিংহে ঘ. সিরাজগঞ্জে
৫। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাকশক্তি হারান?
ক. ৪৩ বছর খ. ৪৬ বছর
গ. ৫৩ বছর ঘ. ৫৬ বছর
৬। ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রাবন্ধিক নিজেকে ধ্যানী হিসেবে চিহ্নিত করেছেন কেন?
ক. ধ্যান করতে পছন্দ করতেন বলে
খ. কর্মক্ষম ছিলেন না বলে
গ. তরুণেরা ধ্যান করত না বলে
ঘ. পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে
৭। কাজী নজরুল ইসলাম যৌবনের গান গাইতে পছন্দ করেন কেন?
ক. যুবকদের পছন্দ করেন বলে
খ. যৌবন জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলে
গ. যৌবনের পূজারি বলে
ঘ. নিজে যুবক বলে
৮। ‘যৌবনের গান’ প্রবন্ধে যৌবনের মাতৃরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে কোনটি?
ক. কর্মোদ্দীপনাকে খ. নতুন সৃষ্টিকে
গ. অফুরন্ত প্রাণশক্তিকে
ঘ. সেবাপরায়ণ দিককে
৯। কাজী নজরুল ইসলামের মতে, তরুণদের দেশ নাই, জাতি নাই, ধর্ম নাই কেন?
ক. তারা ভবঘুরে খ. সবাই এক দেশের
গ. তারা ধর্ম-কর্ম করে না
ঘ. তারা সংকীর্ণ গণ্ডির ঊর্ধ্বে
১০। ‘চঞ্চু’ শব্দের অর্থ কী?
ক. ঠোঁট খ. চোখ গ. নাক ঘ. কান
১১। ‘তিমির-কুন্তলা’ শব্দের অর্থ কী?
ক. অন্ধকার যার চুল খ. আলো
গ. কুন্তলা ঘ. তিমির
১২। ‘যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয় নাই’—যৌবনের গান প্রবন্ধে এ মন্তব্য কার?
ক. তরুণের খ. লেখকের
গ. অভিযাত্রিকের ঘ. সেবকের
১৩। কবি কাজী নজরুল ইসলামের দেখা আরবের বেদুইনদের তারুণ্যে কোন বৈশিষ্ট্য বিদ্যমান?
ক. সাহসী ও ক্ষিপ্রগতিময়
খ. আক্রমণাত্মক গ. ভীরু ও রক্ষণাত্মক
ঘ. দুঃসাহসী ও মৃত্যুভয়হীন
১৪। ‘তাহাদিগকে সকল দেশের সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা করে’—যৌবনের গান প্রবন্ধে এ শ্রদ্ধার কারণ—
ক. তারুণ্যদীপ্ততা খ. বিপ্লবী মানসিকতা
গ. মৃত্যুঞ্জয়তা ঘ. কীর্তি
১৫। কালাপাহাড় কে ছিলেন?
ক. মুসলিম যোদ্ধা খ. খেলোয়াড়
গ. সাহিত্যিক ঘ. কবি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
যৌবনের গান
১. গ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা