বাংলা ১ম পত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর:
আনন্দপাঠ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
সোহরাব রুস্তম
৩। রুস্তমের স্ত্রীর নাম কী?
ক. তহমিনা খ. তহুরা
গ. জরিনা ঘ. তাসলিমা
উত্তর: ক. তহমিনা
৪। রুস্তম কোথাকার শাসক ছিলেন?
ক. ইরানের খ. ইরাকের
গ. কাবুলের ঘ. জাবুলিস্তানের
উত্তর: ঘ. জাবুলিস্তানের
৫। আস্তাবলে কী রাখা হয়?
ক. গরু খ. ছাগল গ. ঘোড়া ঘ. হাতি
উত্তর: গ. ঘোড়া
৬। সোহরাব দ্বন্দ্বযুদ্ধে রুস্তমকে আহ্বান করলেন কেন?
ক. হত্যা করার জন্য
খ. নিজেকে যাচাই করার জন্য
গ. পিতার সঙ্গে সাক্ষাতের জন্য
ঘ. অপমান করার জন্য
উত্তর: গ. পিতার সঙ্গে সাক্ষাতের জন্য
৭। ‘সোহরাব রুস্তম’ গল্পটি কী ধরনের?
ক. করুণ কাহিনিমূলক
খ. বীরত্বমূলক
গ. ঐতিহাসিক ঘ. অবাস্তব
উত্তর: খ. বীরত্বমূলক
৮। শিশু জালের প্রতি দয়াশীল ছিল কারা?
ক. ঋষিরা খ. দেবতারা
গ. প্রজারা ঘ. পরীরা
উত্তর: খ. দেবতারা
৯। বাদশাহ মনুচেহের জালকে কী উপহার দিলেন?
ক. তলোয়ার খ. ঘোড়া
গ. তির-ধনুক ঘ. স্বর্ণমুদ্রা
উত্তর: খ. ঘোড়া
১০। শাম মাজেন্দ্রান গেলেন কেন?
ক. মাজেন্দ্রানের রাজার সঙ্গে দেখা করতে
খ. অবসর যাপন করতে
গ. বন্ধুর সঙ্গে সাক্ষাত্ করতে
ঘ. দৈত্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে
উত্তর: ঘ. দৈত্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে
১১। রুদাবা অসুস্থ হয়ে পড়েছিল কেন?
ক. অনেক পরিশ্রম করত বলে
খ. স্বামীর জন্য দুশ্চিন্তা করত বলে
গ. মা হতে চলেছে বলে
ঘ. নিজে খুব অসুস্থ বলে
উত্তর: গ. মা হতে চলেছে বলে
১২। ইরানের জাতীয় ইতিহাসে কার নাম অক্ষয় হয়ে আছে?
ক. রাজা ফেরিদুরের
খ. মহাবীর রুস্তমের
গ. বীরযোদ্ধা শামের
ঘ. বীরপুত্র জালের
উত্তর: খ. মহাবীর রুস্তমের
১৩। অন্ধ রাজা কায়কাউসের চক্ষু ভালো হওয়ার জন্য কী দরকার হলো?
ক. সফেদ দেও-এর রক্ত
খ. স্বর্ণলতার রস
গ. সি-মোরগের লালা
ঘ. মৃগনাভির কস্তুরি
উত্তর: ক. সফেদ দেও-এর রক্ত
১৪। সোহরাব রুস্তমকে কোন যুদ্ধের আহ্বান করলেন?
ক. দ্বন্দ্ব খ. তলোয়ার
গ. বর্শা ঘ. গদা
উত্তর: ক. দ্বন্দ্ব
১৫। বীর শাম কোন রাজার সৈন্যদলে ছিলেন?
ক. ফেরিদুরের খ. ইরিজির
গ. মনুচেহের ঘ. কায়কাউসের
উত্তর: ঘ. কায়কাউসের
১৬। কে রুস্তমের বীরত্ব ও শৌর্যের কথা শুনে স্বপ্নে মধুর জাল বুনেছে?
ক. রুদাবা খ. পরীচেহ
গ. তহমিনা ঘ. মেহেরুন
উত্তর: গ. তহমিনা
১৭। শত্রুকে পরাজিত করার ইরানের বীরত্বের রীতি কোনটি?
ক. শত্রুকে একবার পরাজিত করে হত্যা করা
খ. শত্রুকে দুবার পরাজিত করে হত্যা করা
গ. শত্রুকে তিনবার পরাজিত করে হত্যা করা
ঘ. পরাজিত শত্রুকে হত্যা না করা
উত্তর: খ. শত্রুকে দুবার পরাজিত করে হত্যা করা।

মার্চেন্ট অব ভেনিস
১। ‘মার্চেন্ট অব ভেনিস’-এর অর্থ ভেনিসের—
ক. রাজা খ. সওদাগর
গ. সৈনিক ঘ. নাবিক
উত্তর: খ. সওদাগর
২। শাইলক ছিল—
ক. ধর্মবিদ্বেষ খ. বর্ণবিদ্বেষী
গ. মানববিদ্বেষী ঘ. জাতিবিদ্বেষী
উত্তর: গ. মানববিদ্বেষী।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
পাবলিক কলেজ, ঢাকা