বাংলা ১ম পত্র

.
.


বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

মাসি ও পিসি
১২. শহরের বাজারে তরিতরকারি বিক্রির প্রস্তাব কে প্রথমে দেয়?
ক. মাসি খ. পিসি গ. আহলাদী ঘ. আহলাদীর বাবা
১৩. মাসি-পিসিকে এক মন এক প্রাণ হতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে—
ক. আত্মিক সম্পর্ক খ. ব্যবসায়িক সম্পর্ক
গ. পারিবারিক সম্পর্ক ঘ. সামাজিক সম্পর্ক
১৪. মাসি উঠতে-বসতে তার শাশুড়ি-ননদের হাতে কী খেয়েছে?
ক. লাথি খ. ঘুষি গ. বাড়ি ঘ. সেঁকা
১৫. ‘মোদ্দা কথা’ মানে হলো—
ক. মূল কথা খ. গুরুত্বপূর্ণ কথা
গ. ভাবার্থ ঘ. জটিল কথা
১৬. কৈশেলকে দিয়ে জগুর মাসি-পিসিকে ভয় দেখানোর কারণ—
i. আহলাদীকে বাড়িতে ফেরানো
ii. আহলাদীর সম্পত্তি আত্মসাত্
iii. মাসি-পিসির টাকা আত্মসাত্
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭. মাসি এবং পিসি উভয়েই—
i. স্বামীহারা ii. সাহসী প্রতিবাদী
iii. দায়িত্বজ্ঞানসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. আহলাদীর সঙ্গে অনেকটা সাদৃশ্যপূর্ণ চরিত্র—
i. পদী ii. বুড়ো রহমানের মেয়ে iii. বংশী
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে হারুন ইসলামপুরের মানুষদের নানা ঝামেলায় ফেলে। তাই সবাই মিলে সুযোগ পেলেই তার বিরুদ্ধে ফুঁসে ওঠে।
১৯. উদ্দীপকের হারুনের সঙ্গে ‘মাসি ও পিসি’ গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্র—
ক. কানাই খ. দারোগা বাবু
গ. সরকার বাবু ঘ. গোকুল
২০. সাদৃশ্যের কারণ—
i. দুজনেই অত্যাচারী ii. দুজনেই মিথ্যাবাদী
iii. দুজনেই বাচাল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

বায়ান্নর দিনগুলো
১. বাঙালির মুক্তির সনদ বলা হয় নিচের কোনটিকে?
ক. এগারো দফা দাবি খ. ছয় দফা দাবি
গ. ভাষা আন্দোলন ঘ. গণ-অভ্যুত্থান
২. বঙ্গবন্ধু ১৯৭৩ সালে কোন পদকে ভূষিত হন?
ক. পদ্মশ্রী খ. পদ্মভূষণ
গ. দেশরত্ন ঘ. জুলিও কুরি
৩. মানুষ কিসের জন্য অন্ধ হয়ে যায়?
ক. স্বার্থের জন্য খ. সম্পর্কের জন্য গ. স্বাধীনতার জন্য ঘ. ত্যাগের জন্য
৪. ‘ফতোয়া’ বলতে কী বোঝো?
ক. ব্যাখ্যা খ. বিধান গ. ধর্মীয় অভিমত ঘ. কথা বলা
৫. মানুষকে কী দিয়ে জয় করা যায়?
ক. জুলুম খ. ঘৃণা গ. প্রীতি ঘ. বেদনা
৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত কয়টার সময় ফরিদপুরে পৌঁছেছিলেন?
ক. ২টা খ, ৩টা গ. ৪টা ঘ. ৫টা
৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছিল কেন?
ক. শারীরিক অসুস্থতায় খ. জোরপূর্বক
গ. বন্দী রাখতে ঘ. রোগ নির্ণয়ে
৮. হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোট কতটি চিঠি লিখেছিলেন?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৯. ২১ ফেব্রুয়ারিতে শহীদ হিসেবে নিচের কোন নামটি গ্রহণযোগ্য?
ক. সাবের খ. শামসুদ্দিন গ. জব্বার ঘ. রহিম
১০. জেলখানায় বঙ্গবন্ধুর শরীরে সরিষার তেল মালিশ করছিল কে?
ক. ডাক্তার খ. নার্স গ. সহকর্মী ঘ. কয়েদি
১১. মহিউদ্দিনের গ্রামের বাড়ি কোথায় ছিল?
ক. গোপালগঞ্জে খ. ফরিদপুরে
গ. বরিশালে ঘ. নারায়ণগঞ্জে
১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জেলগেটে কে নিতে এসেছিলেন?
ক. তাঁর মা খ. তাঁর স্ত্রী গ. তাঁর বাবা ঘ. তাঁর ভাই
১৩. বঙ্গবন্ধুকে গোপনে টাকা দিয়েছিলেন কে?
ক. তাঁর বাবা খ. তাঁর মা গ. তাঁর বোন ঘ. তাঁর স্ত্রী
১৪. খয়রাত হোসেন কত বছর নিখিল ভারত মুসলিম লীগের কাউন্সিলর ছিলেন?
ক. আট খ. নয় গ. দশ ঘ. এগারো
১৫. রাজবন্দী হিসেবে বিবেচ্য হলো—
i. রাজনৈতিক কর্মীরা ii. ধনীরা iii. রাষ্ট্রদ্রোহীরা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
মাসি ও পিসি
১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. ক।
বায়ান্নর দিনগুলো
১. খ ২. ঘ ৩. ক ৪. গ ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. ক।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা