বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
রক্তে আমার অনাদি অস্থি
৬. কোন নদীটির নাম ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় উল্লেখ নেই?
ক. গঙ্গা খ. কর্ণফুলী গ. কপোতাক্ষ ঘ. মেঘনা
৭. নিচের কোনটি ভিন্নার্থক?
ক. নিরবধি খ. অনবরত গ. অনুক্ষণ ঘ. নিস্তরঙ্গ
৮. ‘ঘূর্ণি’ বলতে কী কোঝায়?
ক. ঘূর্ণমান পৃথিবী খ. ঘূর্ণমান জলরাশি
গ. ঘূর্ণমান রোগী ঘ. ঘূর্ণমান সমুদ্র
৯. নিচের কোন শব্দটি ভিন্নার্থক?
ক. মারণ বেলা খ. মৃত্যু-পূর্ববর্তী সময়
গ. হননকাল ঘ. বিনাশকাল
১০. সমাসনিষ্পন্ন ‘প্রাণ স্বপ্ন’ শব্দটির সঠিক ব্যাসবাক্য হলো—
ক. প্রাণ যে স্বপ্ন খ. প্রাণের স্বপ্ন
গ. প্রাণ রূপ স্বপ্ন ঘ. প্রাণ স্বপ্নের ন্যায়
১১. কবি নিজের অস্তিত্বে কী ধারণ করেছেন?
ক. সংগ্রাম খ. বিপ্লব
গ. জাতিসত্তার শোণিত অস্থি ঘ. জাতির ঐতিহ্য
১২. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত ঘ. গদ্য ছন্দ
১৩. দিলওয়ার রচিত ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটির প্রকাশকাল কত?
ক. ১৯৮০ খ. ১৯৮১ গ. ১৯৮২ ঘ. ১৯৮৩
১৪. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কয়টি নদীর নাম উল্লেখ করা হয়েছে?
ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. সাতটি
১৫. দিলওয়ারের কবিতার মূল সুর হলো—
i. মাটি ও মানুষের প্রতি আস্থা
ii. দেশের প্রতি দায়বদ্ধতা
iii. মুক্তিযুদ্ধের চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬. কবি যমুনার প্রেম চাওয়ার কারণ হলো—
i. যমুনা নামের প্রিয়ার কাছে প্রেম চাওয়া
ii. যমুনা নদীর উত্তাল তরঙ্গের আকর্ষণ অনুভব করা
iii. যমুনার অপার সৌন্দর্যের মুগ্ধতাকেই কবিতার ছন্দে প্রেম চাওয়ার সঙ্গে মিলিয়েছেন।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭. কবি নিজের জীবনের প্রকৃত স্বপ্নকে রেখেছেন—
i. বঙ্গোপসাগরে
ii. জনজীবনের চিত্রাঙ্কনে
iii. জীবন নদীর মোহনায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
রক্তে আমার অনাদি অস্থি
৬. গ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. গ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. গ।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা