বাংলা ১ম পত্র

হুমায়ুন আজাদ
হুমায়ুন আজাদ

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাংলা ভাষার জন্মকথা
১। হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৪৫ খ. ১৯৪৬ গ. ১৯৪৭ ঘ. ১৯৪৮
২। ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তর্ভুক্ত শাখা কোনটি?
ক. বাংলা ভাষা খ. ভারতীয় অনার্য ভাষা
গ. ভারতীয় আর্য ভাষা ঘ. ইউরোপীয় ভাষা
৩। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?
ক. বৈদিক খ. সংস্কৃত গ. মাগধী ঘ. অপভ্রংশ
৪। আমাদের চোখে কোন ভাষার ইতিহাস ধরা দেয়?
ক. বাংলা খ. ইংরেজি গ. আরবি ঘ. ফারসি

৫। সংস্কৃত ভাষা খ্রিষ্টপূর্ব কত অব্দের আগেই লিপিবদ্ধ হয়েছিল?

ক. ৪০০ অব্দের খ. ৫০০ অব্দের

গ. ৬০০ অব্দের ঘ. ৭০০ অব্দের

৬। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরটির নাম কী?

ক. সংস্কৃত খ. বাংলা গ. বৈদিক ঘ. অপভ্রংশ

৭। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তর কী হয়ে গেছে?

ক. বিকৃত খ. উন্নত গ. বিলীন ঘ. পরিমার্জিত

৮। ভাষা বদলে যায় কেন?             

ক. মাধুর্যের জন্য খ. সৌন্দর্যের জন্য

গ. গতিশীলতার জন্য ঘ. ছন্দময়তার জন্য

৯। ‘শ্লোক’-এর বিশেষত্ব—

i. সংস্কৃত ভাষায় রচিত

ii. অন্ত্যমিলযুক্ত দুই চরণ

iii. চার লাইনে বিভক্ত কবিতাংশ             

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০। প্রাকৃত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য—

i. কথ্য ভাষা ii. সাধারণ মানুষের ভাষা

iii. মধ্যভারতীয় আর্য ভাষা      

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১। ভাষার ধ্বনি কীভাবে বদলে যায়?

ক. মানুষের হাতে হাতে

খ. মানুষের কানে কানে

গ. মানুষের চোখে চোখে

ঘ. মানুষের মুখে মুখে

১২। নিচের কোনটি চলিত ভাষারীতির শব্দ?

ক. হয়েছে খ. হইয়াছে

গ. হইতেছে ঘ. হইয়াছিল

১৩। ‘শ্লোক’ বলতে কী বোঝায়?

ক. বাংলা ভাষায় রচিত কবিতা

খ. সংস্কৃত ভাষায় রচিত কবিতা

গ. আরবি ভাষায় রচিত কবিতা

ঘ. মৈথিলী ভাষায় রচিত কবিতা

১৪। ঋগ্বেদের মন্ত্রগুলো মুখস্থ করা হতো কেন?

ক. মনে রাখতে খ. পবিত্র মন্ত্র বলে

গ. পূজা করতে ঘ. কবিতা লিখতে

১৫। ‘বিধিবদ্ধ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. নিয়ম দ্বারা শাসিত খ. অনিয়মের শাসন

গ. বিশৃঙ্খল অবস্থা ঘ. অরাজক পরিস্থিতি

১৬। ‘দুর্বোধ্য’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. সহজে বোঝা যায় না যা

খ. সহজে বোঝা যায় যা

গ. সহজ ব্যাপার যা ঘ. সহজে ঘটে যা

১৭। ‘কন্যা’ শব্দের বেশি প্রচলিত সমার্থক শব্দ কোনটি?

ক. দুহিতা খ. তনয়া গ. মেয়ে ঘ. সুতা

১৮। ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে কী বলা হয়?

ক. প্রাচীন ভারতীয় আর্য ভাষা

খ. পুরোনো ভারতীয় আর্য ভাষা

গ. বর্তমান ভারতীয় আর্য ভাষা

ঘ. আধুনিক ভারতীয় আর্য ভাষা

১৯। ‘ভাষার ধর্মই বদলে যাওয়া।’ এর মাঝে ফুটে উঠেছে ভাষার—

ক. পরিবর্তনশীলতা খ. স্থিরতা

গ. চঞ্চলতা ঘ. স্থবিরতা

২০। মধ্য ভারতীয় আর্য ভাষার সঙ্গে সাদৃশ্য লক্ষ করা যায় যে ভাষাটির—

ক. সংস্কৃত খ. বৈদিক

গ. প্রাকৃত ঘ. শ্লোকজাতীয় ভাষা

২১। ‘সহজে বোঝা যায় না’—এমন অর্থ বোঝাতে নিচের কোন শব্দটি প্রযোজ্য?

ক. শ্লোক খ. দুর্বোধ্য

গ. উদ্ভব ঘ. ভাষাতাত্ত্বিক

২২। একসময় সাধারণ মানুষের কথা বলার ভাষা হিসেবে কোনটি ব্যবহূত হতো?

ক. সংস্কৃত খ. বৈদিক-সংস্কৃত

গ. প্রাকৃত ঘ. ব্রজবুলি

২৩। ‘বাংলা ভাষার কথা’ প্রবন্ধটি ভাষার প্রতি কোন অনুভূতিকে উদ্বুদ্ধ করে?

ক. দেশপ্রেম খ. সেবাব্রতী

গ. হূদ্যতা ঘ. ভালোবাসা

২৪। ‘প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম’—এই প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে—

i. এটি দৈনন্দিন জীবনের ভাষা

ii. এটি সাধারণ মানুষের ব্যবহার্য ভাষা

iii. এটি উচ্চ শ্রেণির ভাষা

নিচের কোনটি সঠিক?

ক. iii খ. ii ও iii      

গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলা ১ম পত্র: বাংলা ভাষার জন্মকথা

১. গ ২. গ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. গ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. খ  ১৪. খ ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. গ ২১. খ ২২. গ ২৩. ক ২৪. গ

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা