বাংলা ১ম পত্র

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। বিলাসী ১৯. মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কয় দিন বেঁচে ছিল? ক. সাত দিন খ. আট দিন গ. নয় দিন ঘ. দশ দিন ২০. ‘তাহাদের ঘরে কি স্ত্রী নাই? তাহারা কি পাষাণ? বিলাসী গল্পে এ কথা কে বলেছে? ক. বিলাসী খ. জ্ঞাতিখুড়া গ. লেখক ঘ. ন্যাড়ার জনৈক আত্মীয়া২১. ‘সবাই করে, এতে দোষ কী?’ বিলাসী গল্পে এখানে কোন দোষের কথা বলা হয়েছে? ক. অসম বর্ণের বৈবাহিক সম্পর্ক খ. অন্নপাপ গ. সাপ ধরা ও খেলা দেখানো ঘ. শিকড় বিক্রির ব্যবসা ২২. ‘বিলাসী’ গল্পে যেসব সাপের নাম উল্লেখ আছে তা কী?ক. কেউটে, ঢোঁড়া, দুধরাজ, মণিরাজ, খরিশ গোখরো খ. খরিশ গোখরো, কালনাগিনী, ঢোঁড়া গ. কেউটে, দুধরাজ, মণিরাজ, খরিশ গোখরো, পদ্ম গোখরো ঘ. কেউটে, ঢোঁড়া, মণিরাজ, পদ্ম গোখরো, খরিশ গোখরো২৩. বিলাসীর অপঘাত মৃত্যুর সঙ্গে ‘কবর’ কবিতায় বৃদ্ধের কোন আত্মীয়ের মৃত্যুর মিল রয়েছে? ক. স্ত্রী খ. পুত্রবধূর গ. নাতনির ঘ. কন্যার ২৪. নালতের মিত্তির বলে খুড়ার সমাজে মুখ বের করার জো রইল না কেন? ক. মৃত্যুঞ্জয় সাপুড়ে হয়েছে বলে খ. মৃত্যুঞ্জয় বিলাসীকে নিকা করেছে বলে গ. মৃত্যুঞ্জয় পরীক্ষায় ফেল করত বলে ঘ. মৃত্যুঞ্জয় অন্নপাপ করেছে বলে ২৫. ‘সাপের বিষ যে বাঙালির বিষ’—এখানে ‘বাঙালির বিষ’ বলতে কী বোঝানো হয়েছে? ক. অকার্যকর ক্ষমতা খ. অবশ্য পালনীয় নয় গ. নিতান্ত প্রভাবহীন ঘ. ফকফিকার ২৬. বিলাসী গল্পে তৎকালীন শিক্ষাব্যবস্থার যে দুর্গতির চিত্র তুলে ধরা হয়েছে তার মূল কারণ কী? ক. শিক্ষায় অনাগ্রহ খ. যাতায়াতের সমস্যা গ. সামাজিক বিধি নিষেধ ঘ. অর্থনৈতিক দুরবস্থা ২৭. রাতের আঁধারে বনের পথে ন্যাড়াকে এগিয়ে দেওয়ার পেছনে বিলাসীর কোন বোধটি কাজ করেছে? i. কর্তব্যজ্ঞান ii. উদ্বেগ iii. দায়িত্বশীলতাকোনটি সঠিক ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii২৮. মৃত্যুঞ্জয়ের জন্য বিলাসীর ভালোবাসার বড় প্রমাণ কোনটি?i. সাপ ধরার বায়না ফিরিয়ে দেওয়া ii. মৃত্যুঞ্জয়ের শোকে আত্মহত্যা করা iii. মৃত্যুঞ্জয়কে মৃত্যুর হাত থেকে রক্ষা করানিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও: খান সাহেবের ছেলের আকিকা অনুষ্ঠানে দাওয়াতে এসেছেন চৌধুরী সাহেব। এলাকার পরিচ্ছন্নকর্মী রহিমাকে মসলা বাটতে দেখে শারীরিক অসুস্থতার অজুহাতে তাৎক্ষণিক অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন চৌধুরী। ২৯. উদ্দীপকের ‘চৌধুরী সাহেব’ এর সঙ্গে ‘বিলাসী’র কোন চরিত্রের মিল রয়েছে? ক. ন্যাড়া খ. খুড়া গ. মৃত্যুঞ্জয় ঘ. ছোট বাবু ৩০. উদ্দীপকের কোন দিকটি ‘বিলাসী’ গল্পে পাওয়া যায়?ক. অনুদারতা খ. অশুচিতা গ. অহংবোধ ঘ. অস্পৃশ্যতা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: বিলাসী: ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. ঘ। ২৮. ঘ ২৯. খ ৩০. ঘ।