প্রবাস বন্ধু
৮. অধ্যক্ষ জিরার কোন জাতের মানুষ ছিলেন?
ক. ফরাসি খ. আফগানি
গ. পাকিস্তানি ঘ. ইরাকি
৯. ‘প্রবাস বন্ধু’ সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থের অন্তর্গত?
ক. পঞ্চমন্ত্র
খ. চাচা কাহিনী
গ. শবনম
ঘ. দেশে-বিদেশে
১০. আফগানিস্তানের রাজধানীর নাম কী?
ক. দিল্লি খ. ইসলামাবাদ
গ. তেহরান ঘ. কাবুল
১১. আবদুর রহমানের স্বভাবের কোন দিকটিতে কখনো কখনো লেখকের ধৈর্যচ্যুতি ঘটেছে–
i. দেশপ্রেম
ii. আতিথেয়তায়
iii. সরলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ঐ কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি-উক্তিটিতে প্রকাশ পেয়েছে—
i. আনুগত্যবোধ
ii. শ্রদ্ধা ও আন্তরিকতা
iii. সরলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
প্রবাস বন্ধু: ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
আজ বিশ্ব জনসংখ্যা দিবস
বাংলাদেশের জনসংখ্যা
ভূমিকা
বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এ দেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪। পরবর্তী ১০ বছরে জনসংখ্যা কতটা বেড়েছে তার িনখুঁত তথ্য না থাকলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এমএসভিএবি ৩য় প্রকল্পের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার।
এ থেকেই বোঝা যায়, আমাদের দেশে কম জায়গায় অনেক বেশি লোক বাস করে।
জনসংখ্যা ও খাদ্য–সমস্যা
বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জমির পরিমাণ মোটেও বাড়ছে না। অথচ প্রতিবছর বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাদ্যের প্রয়োজন হচ্ছে। এই বাড়তি খাদ্যের জোগান দেওয়া বর্তমানে সম্ভব হচ্ছে। দেশের মানুষ এখন খাবার খেয়ে পুষ্টি পেয়ে জীবনধারণ করতে পারছে।
জনসংখ্যা ও বাসস্থান–সমস্যা
মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম বাসস্থান। লোকসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় আড়াই লাখ অতিরিক্ত ঘরবাড়ি তৈরি হচ্ছে। এই বাড়তি ঘরবাড়ি তৈরির ফলে কৃষিজমি কমে যাচ্ছে এবং গৃহসামগ্রীর প্রয়োজনে বনাঞ্চল উজাড় হচ্ছে। এ কারণে প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলছে ।
অন্যান্য সমস্যা
অতিরিক্ত জনসংখ্যা কেবল খাদ্য ও বাসস্থানের সমস্যাই সৃষ্টি করছে না, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পোশাক-পরিচ্ছেদ, যাতায়াত ও উন্নত জীবনযাপনে মারাত্মক সমস্যার সৃষ্টি করছে। বাড়তি জনসংখ্যার জন্য প্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাসামগ্রীর ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে চিকিৎসা সুবিধাও কমে যাচ্ছে।
উপসংহার
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের জনসংখ্যা বর্তমান হারে বাড়তে থাকলেও খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিতে সমস্যা দেখা দেবে। কাজেই দেশের জনসংখ্যা সীমিত রাখার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা