বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

মানুষ জাতি

২৪. এ পৃথিবীতে সব মানুষের সমান অধিকার রয়েছে কেন?

ক. মানুষ সৃষ্টির সেরা জীব

খ. সব মানুষের মর্যাদা রয়েছে

গ. এ পৃথিবী সব মানুষের জন্মক্ষেত্র

ঘ. সবাই মানুষ

২৫. ‘ডাঁটো’ শব্দের অর্থ কী?

ক. শক্তিশালী খ. সামর্থ্য

গ. পুষ্ট ঘ. পুষ্টি

২৬. ‘জন্মবেদি’ মানে

ক. জন্মক্ষণ খ. জন্মস্থান

গ. জন্মপরিচয় ঘ. জন্মসূত্র

২৭. ‘সূতিকাগৃহ’ শব্দটির প্রতিশব্দ কোনটি?

ক. আপনঘর

খ. জন্মস্থান

গ. সুতি কাপড়ের গৃহ

ঘ. সুতার গৃহ

২৮. হিন্দু সম্প্রদায় কয়টি বর্ণে বিভক্ত?

ক. চার খ. পাঁচ

গ. দুই ঘ. তিন

২৯. যারা ‘সম্ভ্রান্ত’ তাদের কী বলা হয়?

ক. ধনী খ. তালুকদার

গ. শিকদার ঘ. বনেদি

৩০. ধর্মে-বর্ণে যে পার্থক্য লক্ষ করা যায় তার প্রকৃতি কেমন?

ক. অকৃত্রিম খ. বাস্তব

গ. স্থায়ী ঘ. কৃত্রিম

৩১. মানুষের প্রকৃত স্বভাব বোঝা যায় কখন?

ক. ক্ষুধা পেলে খ. আঁচড় লাগলে

গ. রক্ত বের হলে ঘ. রাগলে

ঝিঙে ফুল

১. ঝিঙে ফুল কী রঙে ফুটেছে?

ক. হলুদ খ. সবুজ

গ. ফিরোজিয়া ঘ. সাদা

২. ঝিঙে ফুল কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?

ক. দেশের প্রতি ভালোবাসা

খ. মায়ের প্রতি ভালোবাসা

গ. মাতৃভাষার প্রতি ভালোবাসা

ঘ. প্রকৃতির প্রতি ভালোবাসা

৩. ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছে?

ক. প্রজাপতি খ. পাখি

গ. মেঘ ঘ. রোদ

৪. ‘ফিরোজিয়া ফিঙে ফুল’—এখানে ফিরোজিয়া কী?

ক. একটি প্রজাপতির নাম

খ. একটি রঙের নাম

গ. একটি গোত্রের নাম

ঘ. একটি স্থানের নাম

৫. কিসের দেশে ঝিঙে ফুল ফোটে?

ক. সবুজ ফুলের খ. সবুজ বনের

গ. সবুজ পাতার ঘ. সবুজ খেতের

সঠিক উত্তর

মানুষ জাতি: ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. ঘ ৩০. ঘ ৩১. ঘ

ঝিঙে ফুল: ১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ