বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

সিরাজউদ্দৌলা

২৪. কোন সন্ধির মর্যাদা ইংরেজরা ধুলোয় লুটিয়ে দিয়েছে?

ক. আলিনগরের সন্ধি

খ. ফোর্ট উইলিয়ামের সন্ধি

গ. কাশিমবাজারের সন্ধি

ঘ. পাটনার সন্ধি

২৫. ‘আমরা আপনার কর্তৃত্ব মানব না?’ এখানে কার কর্তৃত্ব মানার কথা বলা হয়েছে?

ক. নবাব সিরাজের

খ. মীরজাফরের

গ. গভর্নর ড্রেকের

ঘ. লর্ড ক্লাইভের

২৬. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ঘসেটির সঙ্গে কে রাজ্য শাসন করার স্বপ্ন দেখেছিল?

ক. রাজবল্লভ খ. জগৎশেঠ

গ. রায়দুর্লভ ঘ. মীরজাফর

২৭. জাহেলদের রইস কে?

ক. আগন্তুক খ. মিরন

গ. সাঁফ্রে ঘ. মোহাম্মদী বেগ

২৮. ‘গতি যার নীচসহ নীচ সে দুর্মতি’—কাদের ক্ষেত্রে প্রযোজ্য?

ক. মীরজাফর, মোহনলাল

খ. মোহনলাল, রাজবল্লভ

গ. মীরজাফর, রাজবল্লভ

ঘ. মোহনলাল, রাজবল্লভ

২৯. ‘কেউ এক চুল নড়লে প্রাণ যাবে।’ —সংলাপটি কার?

ক. রায়দুর্লভের খ. মানিকচাঁদের

গ. রাজবল্লভের ঘ. জগৎশেঠের

৩০. ‘এদেশে থেকে এ দেশকে ভালোবেসেছি।’— উক্তিটি কার?

ক. মৃত্যুপথযাত্রী নারানসিংহের

খ. দেশপ্রেমিক মোহনলালের

গ. মৃত্যুপথযাত্রী মিরমর্দানের

ঘ. ফরাসি সেনাপতি সাঁফ্রের

৩১. লুৎফার কাছে বহুদিন নবাবের না আসতে পারার মধ্য দিয়ে কোনটি প্রতিফলিত হয়েছে?

ক. প্রত্যাশা খ. আক্ষেপ

গ. বেদনা ঘ. কষ্ট

৩২. ‘চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র’—উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য কী?

ক. ঘোরতর বিপদ

খ. ঘোরতর অন্ধকার

গ. আসন্ন বিপদ

ঘ. আত্মস্বার্থরক্ষার খেলা

৩৩. লবণের ইজারাদার কে ছিল?

ক. সেনাধ্যক্ষ

খ. সামন্ত শ্রেণি

গ. কুঠিয়াল ইংরেজ

ঘ. সার্জন হলওয়েল

সঠিক উত্তর

সিরাজউদ্দৌলা: ২৪. ক ২৫. গ ২৬. ক ২৭. ক ২৮. খ ২৯. খ ৩০.ক ৩১. খ ৩২. ক ৩৩. গ