রেইনকোট
২৯. মেয়ের গলায় ‘আব্বু ছোটোমামা হয়েছে’ শুনে নুরুল হুদা—
i. কম্পিত হয়
ii. ভয় পায়
iii. চমকে ওঠে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. আসাদগেটে বাস থামলে কতজন প্যাসেঞ্জার বাসে উঠল?
ক. ৯ জন
খ. ১০ জন
গ. ১১ জন
ঘ. ১২ জন
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মোস্তফা জমিদারের খাস পেয়াদা। সে খাজনা আদায়ের জন্য জনসাধারণের ওপর নির্যাতন চালাতেও কুণ্ঠিত হয় না। তার ভয়ে অনেকে এলাকা ছাড়া। এ সুযোগে মোস্তফা তাদের
ঘরবাড়ি লুট করে।
৩১. উদ্দীপকের মোস্তফা ‘রেইনকোট’ গল্পে কার সঙ্গে তুলনীয়?
ক. ইসহাক
খ. নুরুল হুদা
গ. ওয়ার্কশপের মালিকের শ্বশুর ঘ. মিন্টু
৩২. উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পে কী ফুটে উঠেছে?
ক. বর্বরতা
খ. বিবেকবর্জিত
গ. মনুষ্যত্বহীন
ঘ. অত্যাচার ও নির্যাতন
৩৩. ‘তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও।’ এখানে আসমার কী প্রকাশ পায়?
ক. অনুরোধ
খ. আবেগ
গ. ভালোবাসা
ঘ. সহানুভূতি
৩৪. আবদুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন?
ক. ফিজিকস
খ. কেমিস্ট্রি
গ. উর্দু
ঘ. জিওগ্রাফি
৩৫. আখতারুজ্জামান ইলিয়ােসর সংকলিত ছোটগল্প কয়টি
ক. ২৬টি খ. ২৮টি
গ. ৩০টি ঘ.৩২টি
৩৬। নুরুল হুদার কাছে চাবুকের আঘাত তুচ্ছ মনে হওয়ার কারণ—
ক. দেশপ্রেম খ. অচেতনতা
গ. অসম্ভব সহ্যশক্তি
ঘ. হালকা আঘাত
সঠিক উত্তর
রেইনকোট: ২৯. ঘ ৩০. ক ৩১. গ ৩২. ঘ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. খ ৩৬. ক
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপকরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা