বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

সেই অস্ত্র

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আজ পৃথিবীতে যুদ্ধের দামামায় মানুষ আতঙ্কিত। তারা সব সময় মৃত্যুর ভয় নিয়ে চলছে। কিন্তু ভালোবাসা পারে এই মৃত্যুভয় কাটিয়ে একটি সুখী, সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলতে।

১৯. উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন কবিতার নৈকট্য রয়েছে?

ক. ফেব্রুয়ারি ১৯৬৯

খ. সেই অস্ত্র

গ. আমি কিংবদ​ন্তির কথা বলছি

ঘ. নূরলদীনের কথা মনে পড়ে যায়

২০. উদ্দীপকের ভাবার্থে ও উপর্যুক্ত উত্তরের কবিতায় প্রকাশিত হয়েছে—

i. মানুষের হিংসার কথা

ii. নগরী ধ্বংসের কথা

iii. লোভ সংবরণ করার কথা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. কবি আহসান হাবীব কোন অঞ্চলে জন্মগ্রহণ করেন?

ক. সিলেট খ. ঢাকা

গ. বরিশাল ঘ. রংপুর

২২. কলেজ ছেড়ে ভাগ্যান্বেষণে কবি আহসান হাবীবকে কোথায় চলে আসতে হয়?

ক. ঢাকায় খ. বরিশালে

গ. বার্মায় ঘ. কলকাতায়

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

গাজায় বিধ্বংসী মারণাস্ত্র ব্যবহারের ফলে আবাসস্থান ধ্বংস হচ্ছে। মানুষ মৃত্যু ও পঙ্গুত্ববরণ করছে। বিধ্বংসী অস্ত্রের আক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার গুরুত্বপূর্ণ স্থাপনা।

২৩. উদ্দীপকের গাজার সাথে তোমার পঠিত ‘সেই অস্ত্র’ কবিতার কোন স্থানের সাদৃশ্য রয়েছে?

ক. ট্রয় খ. ফেজ

গ. আলেকজান্দ্রিয়া ঘ. লিসবন

২৪. উক্ত স্থান হলো—

i. গ্রিসে অবস্থিত ii. ইতিহাসের সাক্ষী

iii. স্থাপত্যকলায় সমৃদ্ধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. ভালোবাসার অস্ত্র উত্তোলিত হলে কী খাঁ খাঁ করবে না?

ক. মাঠ খ. ফসল

গ. নদী ঘ. গৃহস্থালি

২৬. কে সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী?

ক. আহসান হাবীব খ. নূরলদীন

গ. তরুণ যুবক ঘ. পূর্বপুরুষ

২৭. সেই অমোঘ অস্ত্রকে কবি আহসান হাবীব কী বলেছেন?

ক. বন্দুক খ. রাইফেল

গ. ভালোবাসা ঘ. অহংকার

সঠিক উত্তর

সেই অস্ত্র: ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ ২৬. ক ২৭. গ