পদাশ্রিত নির্দেশক
৮. ‘সারাটি বিকেল ওর অপেক্ষায় বসে আছি’—এখানে ‘টি’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অর্থপূর্ণভাবে খ. দ্ব্যর্থহীনভাবে
গ. সার্থকভাবে ঘ. নিরর্থকভাবে
৯. ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’— এখানে ‘সারাটি’ কোন অর্থ প্রকাশ করছে?
ক. নিরর্থক ভাব খ. অনির্দিষ্টতা
গ. নির্দিষ্টতা ঘ. সামান্যতা
১০. ‘ছেলেটা অঙ্কে কাঁচা’—এখানে ‘টা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সমার্থকতা খ. নিরর্থকতা
গ. নির্দিষ্টতা ঘ. অনির্দিষ্টতা
১১. ‘ওটি যেন কার তৈরি?’—এ বাক্যে কী অর্থে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে?
ক. নির্দিষ্টতা খ. অনির্দিষ্টতা
গ. বিশিষ্টতা ঘ. সুনির্দিষ্টতা
১২. পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে?
ক. সংকীর্ণতা খ. সীমাদ্ধতা
গ. অনির্দিষ্টতা ঘ. অপরুদ্ধতা
১৩. ‘এক যে ছিল রাজা’—এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত?
ক. অনির্দিষ্টতা খ. নির্দিষ্টতা
গ. নিরর্থক ঘ. বাহুল্যভাব
১৪. বচনবাচক শব্দের আগে কী বসে?
ক. গোটা খ. খানা
গ. টুকু ঘ. পাটি
১৫. ‘একখানা বই কিনে নিয়ো’—এখানে ‘একখানা’ কোন অর্থ প্রকাশ করেছে?
ক. নির্দিষ্ট খ. সুনির্দিষ্ট
গ. অনির্দিষ্ট ঘ. অস্পষ্ট
সঠিক উত্তর
পদাশ্রিত নির্দেশক: ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. গ