বাংলা ২য় পত্র | বাক্যের রূপান্তর

প্রশ্ন ৫

১. ভুল সবাই করে। (প্রশ্নবোধক)

২. আমি এ সাক্ষী চাই না। (জটিল)

৩. যে ভিক্ষা চায় তাকে দান করো। (সরল)

৪. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক)

৫. তোমার নাম কী? (অনুজ্ঞাসূচক)

৬. আমারও এদের ওপর সহোদর স্নেহ আছে। (নেতিবাচক)

৭. যে রক্ষক সেই ভক্ষক। (সরল)

৮. তারা যাবে না কোথাও। (অস্তিবাচক)

উত্তর

১. সবাই কি ভুল করে?

২. আমি সেই ব্যক্তি যে এ সাক্ষী চাই না।

৩. ভিক্ষুককে দান করো।

৪. বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।

৫. তোমার নাম বলো।

৬. আমারও এদের ওপর সহোদর স্নেহ যে নেই তা নয়।

৭. রক্ষকই ভক্ষক।

৮. তারা এখানেই থাকবে।

প্রশ্ন ৬

১. ইন্দ্রের যেমন ঐরাবত, আমার তেমনি পদ্মা। (সরল)

২. ফুটন্ত পানিতে হাত দিয়ো না। (যৌগিক)

৩. দোষ স্বীকার করো, তোমাকে শাস্তি দেব না। (মিশ্র)

৪. সূর্যোদয়ে পদ্ম ফুল ফোটে। (জটিল)

৫. লক্ষ্মী বর দেবেন না। (প্রশ্নসূচক)

৬. মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞাসূচক)

৭. ত্যাগের এ মহিমা অপূর্ব। (বিস্ময়বোধক)

৮. উপায়ান্তর না থাকলে দেশান্তরে যেতে হবে। (না-বোধক)

উত্তর

১. ইন্দ্রের ঐরাবতের মতোই আমার পদ্মা।

২. পানি ফুটছে, তাই হাত দিয়ো না।

৩. তুমি যদি দোষ স্বীকার করো, তাহলে তোমাকে শাস্তি দেব না।

৪. যখন সূর্য ওঠে, তখন পদ্ম ফুল ফোটে।

৫. লক্ষ্মী কি বর দেবেন?

৬. মন দিয়ে লেখাপড়া করো।

৭. কী অপূর্ব ত্যাগের মহিমা!

৮. উপায়ান্তর না থাকলে দেশে থাকা হবে না।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা