বাংলা ২য় পত্র | বাক্যের রূপান্তর

প্রশ্ন ১১

১. আমি তোমাকে কিছুই দেব না। (অস্তিবাচক)

২. বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে। (জটিল)

৩. যদিও সাফল্য চাও, তাহলে পরিশ্রম করো। (যৌগিক)

৪. তুমি আবার এসো। (নেতিবাচক)

৫. শুধু তোমার কথায় এমন কাজ করা যায় না। (প্রশ্নবোধক)

৬. সে আর আসবে না। (অস্তিবাচক)

৭. সন্ধ্যার পর অন্ধকার ঘনিয়ে এল। (বিস্ময়সূচক)

৮. ধার্মিকেরা সুখী। (জটিল)


উত্তর

১. তোমাকে কিছু দেওয়া থেকে আমি বিরত থাকব।

২. যা অভিনন্দনের দাবি রাখে, তা বাঙালির আত্মজাগরণ।

৩. পরিশ্রম করো এবং সাফল্য অর্জন করো।

৪. তুমি আবার না এলে হবে না।

৫. শুধু তোমার কথায় এমন কাজ করা যায় কি?

৬. সে আবার আসা থেকে বিরত থাকবে।

৭. কী অন্ধকার ঘনিয়ে এল সন্ধ্যার পর।

৮. যারা ধার্মিক, তারা সুখী।

প্রশ্ন ১২

১. সৌরভের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক)

২. আজকাল সব জিনিসই দুর্লভ। (নেতিবাচক)

৩. এতে দোষ নেই। (প্রশ্নবাচক)

৪. তোমার যাওয়াই উচিত। (অনুজ্ঞাসূচক)

৫. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক)

৬. যা বার্ধক্য তা বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল)

৭. সে মরবে, তবু এ কথা বলবে না। (জটিল)

৮. দয়া করে সব কথা খুলে বলুন। (যৌগিক)


উত্তর

১. সৌরভের স্বাস্থ্য খারাপ।

২. আজকাল কোনো জিনিসই সহজলভ্য নয়।

৩. এতে কি দোষ নেই?

৪. তোমাকে যেতে হবে।

৫. শীতে দরিদ্র মানুষের কী কষ্ট!

৬. বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না।

৭. যদি তার মৃত্যুও হয়, তবুও এ কথা বলবে না।

৮. দয়া করুন এবং সব কথা খুলে বলুন।