বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২৩। নিজ নিজ ধর্ম পালন করার অধিকার কোন ধরনের অধিকার?
ক. জন্মগত খ. মৌলিক গ. রাষ্ট্রীয় ঘ. মানবিক
উত্তর: খ. মৌলিক
২৪। কোনটি মানবাধিকার নয়?
ক. নিরাপত্তা লাভের অধিকার খ. শিক্ষার অধিকার
গ. সম্পত্তির অধিকার ঘ. কাউকে আটক করার অধিকার
উত্তর: ঘ. কাউকে আটক করার অধিকার
২৫। কোনটি মৌলিক মানবাধিকার?
ক. সব মানুষ জন্মগতভাবে স্বাধীন
খ. সব মানুষ জন্মগতভাবে স্বাধীন নয়
গ. সব মানুষ জন্মগতভাবে অসহায়
ঘ. সব মানুষ জন্মগতভাবে নিরপত্তাহীন
উত্তর: ক. সব মানুষ জন্মগতভাবে স্বাধীন
২৬। শিক্ষা গ্রহণের অধিকার কোন ধরনের অধিকার?
ক. সামাজিক অধিকার খ. রাজনৈতিক অধিকার
গ. মৌলিক অধিকার ঘ. অর্থনৈতিক অধিকার
উত্তর: গ. মৌলিক অধিকার
২৭। কাউকে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার ও আটক না করা কী ধরনের অধিকার?
ক. নিরাপত্তা লাভের অধিকার খ. সামাজিক অধিকার
গ. বিচার পাওয়ার অধিকার ঘ. মৌলিক মানবাধিকার
উত্তর: ঘ. মৌলিক মানবাধিকার
২৮। নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার কী ধরনের অধিকার?
ক. সামাজিক অধিকার খ. মতামত প্রকাশের অধিকার
গ. মৌলিক মানবাধিকার ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: গ. মৌলিক মানবাধিকার
২৯। কোনটি মৌলিক মানবাধিকার?
ক. আইনের চোখে সব মানুষ অসমান
খ. সব মানুষ জন্মগতভাবে পরাধীন
গ. সবার বিচার পাওয়ার অধিকার নেই
ঘ. নারী-পুরুষের সমান অধিকার
উত্তর: ঘ. নারী-পুরুষের সমান অধিকার
৩০। মানুষের ভালো গুণগুলোকে বিকশিত হতে সাহায্য করে—
ক. মানবাধিকার খ. সামাজিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার ঘ. সাংস্কৃতিক অধিকার
উত্তর: ক. মানবাধিকার
৩১। জন্মগতভাবে সব মানুষ কেমন?
ক. স্বাধীন খ. পরাধীন গ. সচেতন ঘ. অধিকারহীন
উত্তর: ক. স্বাধীন
৩২। প্রত্যেকেরই কোনটির অধিকার রয়েছে?
ক. শিক্ষার খ. দেশভ্রমণের গ. গাড়ি কেনার ঘ. অত্যাচারের
উত্তর: ক. শিক্ষার
৩৩। কোনটি সমাজে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করে?
ক. মানবাধিকার খ. সামাজিক অধিকার
গ. অর্থনৈতিক অধিকার ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: ক. মানবাধিকার
৩৪। সুন্দর সমাজ প্রতিষ্ঠায় কোনটির বিকল্প নেই?
ক. মানবাধিকার খ. সামাজিক অধিকার
গ. অর্থনৈতিক অধিকার ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: ক. মানবাধিকার
৩৫। কোন ক্ষেত্রে আমরা মানবাধিকার আদায়ে বেশি কাজ করব?
ক. নিরাপত্তা লাভের ক্ষেত্রে খ. সম্পত্তির ক্ষেত্রে
গ. শিক্ষাক্ষেত্রে ঘ. জীবনের সব ক্ষেত্রে
উত্তর: ঘ. জীবনের সব ক্ষেত্রে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা