বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়-৭

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৭ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।

১. মানবাধিকার কী?
ক. নিম্নবিত্তদের অধিকার
খ. মানুষ হিসেবে অধিকার
গ. শিশুদের অধিকার ঘ. ধনীদের অধিকার উত্তর: খ. মানুষ হিসেবে অধিকার
২. জাতিসংঘ কোন সালে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করে?
ক. ১৯৪০ খ. ১৯৪৫ গ. ১৯৪৮ ঘ. ১৯৫০
উত্তর: গ. ১৯৪৮ সালে
৩. কোনটি মানবাধিকারের উদাহারণ?
ক. নির্যাতন করা খ. আটক রাখা
গ. শিশু পাচার ঘ. মত প্রকাশের স্বাধীনতা
উত্তর: ঘ. মত প্রকাশের স্বাধীনতা
৪. কোনটি মানবাধিকারের লঙ্ঘন?
ক. নিরাপত্তা প্রদান খ. ধর্ম পালনের সুযোগ
গ. সবার সমান অধিকার
ঘ. শিক্ষার সুযোগ না দেওয়া
উত্তর: ঘ. শিক্ষার সুযোগ না দেওয়া
৫. মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার?
ক. পরিবার ও রাষ্ট্র খ. পরিবার ও সমাজ
গ. রাষ্ট্র ও সমাজ ঘ. পরিবার, সমাজ ও রাষ্ট্র উত্তর: ঘ. পরিবার, সমাজ ও রাষ্ট্র
৬. মানুষ হিসেবে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন?
ক. মানবাধিকার খ. রাজনৈতিক অধিকার
গ. অর্থনৈতিক অধিকার ঘ. সাংস্কৃতিক অধিকার
উত্তর: ক. মানবাধিকার
৭. মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র ঘোষণা করেছে কোন সংস্থা?
ক. জাতিসংঘ খ. ইইউ গ. আসিয়ান ঘ. সার্ক
উত্তর: ক. জাতিসংঘ
৮. স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার কোন ধরনের অধিকার?
ক. মৌলিক মানবাধিকার খ. সামাজিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার ঘ. সাংস্কৃতিক অধিকার উত্তর: ক. মৌলিক মানবাধিকার
৯. কাউকে নির্যাতন ও অত্যাচার না করা কী ধরনের অধিকার?
ক. সামাজিক অধিকার
খ. রাজনৈতিক অধিকার
গ. নিরাপত্তা লাভের অধিকার
ঘ. মৌলিক মানবাধিকার
উত্তর: ঘ. মৌলিক মানবাধিকার
১০. নিজ নিজ ধর্ম পালনের অধিকার কী ধরনের অধিকার?
ক. ধর্মীয় অধিকার খ. মৌলিক মানবাধিকার
গ. সাংস্কৃতিক অধিকার
ঘ. সামাজিক অধিকার
উত্তর: খ. মৌলিক মানবাধিকার।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা