বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১০ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১০
১। কত সালে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯১৯ সালে খ. ১৯১৪ সালে
গ. ১৯২০ সালে ঘ. ১৯১৮ সালে
২। কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ খ. ১৯৭৪ গ. ১৯৮৪ ঘ. ১৯৮৫
৩। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত তারিখে?
ক. ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ খ. ১৬ মে, ১৯১৩
গ. ১ অক্টোবর, ১৯৪৬ ঘ. ২৪ অক্টোবর, ১৯৪৫
৪। জাতিসংঘ দিবস পালন করা হয়—
ক. ৭ এপ্রিল খ. ১৭ সেপ্টেম্বর
গ. ২৪ অক্টোবর ঘ. ১০ ডিসেম্বর
৫। নিচের কোনটি জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী সভা?
ক. নিরাপত্তা পরিষদ খ. সাধারণ পরিষদ
গ.অছি পরিষদ ঘ. আইএমএফ
৬। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কতটি?
ক. ২টি খ. ৫টি গ. ৪টি ঘ. ৩টি
৭। জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
৮. নিচের কোন দেশের ভেটো প্রদানের ক্ষমতা আছে?
ক. ইতালি খ. ভারত গ. চীন ঘ. জার্মানি
৯। কততম সদস্য দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক. ১৩৬ তম খ. ৩২ তম
গ. ৪১ তম ঘ. ৩১তম
১০। বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতিত্ব করেন?
ক. ৩২তম ক. ৪১তম গ. ৪০তম ঘ. ৪২তম
১১। ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে UNDP এর মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা কতটি?
ক.৮টি খ. ৭টি গ. ৬টি ঘ. ৫টি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. গ ৯. ক ১০. খ ১১. ক।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়