বাংলাদেশ ও বিশ্বপরিচয়

.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১১ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। সম্পদকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২। সমাজের সবাই সম্মিলিতভাবে যে সম্পদ ভোগ করে তা হলো—
ক. জাতীয় সম্পদ খ. সমষ্টিগত সম্পদ
গ. ব্যক্তিগত সম্পদ ঘ. আন্তর্জাতিক সম্পদ
৩। জাতীয় সম্পদের উত্স প্রধানত—
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৪। রাষ্ট্র ও জনগণ সম্মিলিত অধিকারী হয়—
ক. ব্যক্তিগত সম্পদের খ. সমষ্টিগত সম্পদের
গ. আন্তর্জাতিক সম্পদের ঘ. জাতীয় সম্পদের
৫। ব্যক্তি তার নিজস্ব সম্পদ বিশেষ যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করে—
ক. নিজ স্বার্থে খ. দেশের স্বার্থে

গ. আন্তর্জাতিক স্বার্থে ঘ. জনগণের স্বার্থে
৬। বর্তমান বিশ্বে প্রধানত কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৭ । কোন অর্থব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয়?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক গ. মিশ্র ঘ. ইসলামি
৮। অবাধ প্রতিযোগিতা যে অর্থব্যবস্থার বৈশিষ্ট্য—
ক. মিশ্র খ. সমাজতান্ত্রিক গ. ধনতান্ত্রিক ঘ. ইসলামি
৯। সব সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন যে অর্থব্যবস্থায় তা হলো—
ক. সমাজতান্ত্রিক খ. মিশ্র গ. ধনতান্ত্রিক ঘ. ইসলামি
১০। যে অর্থব্যবস্থায় ভূমি ও মূলধনের মালিক সরকার তা হলো—
ক. সমাজতান্ত্রিক খ. ধনতান্ত্রিক গ. মিশ্র ঘ. ইসলামি
১১। সম্পদের অপচয় অপেক্ষাকৃত কম কোন অর্থব্যবস্থায়?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক গ. মিশ্র ঘ. ইসলামি
১২। যে অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই তা হলো—
ক. সমাজতান্ত্রিক খ. ধনতান্ত্রিক গ. মিশ্র ঘ. ইসলামি
১৩। কোন অর্থব্যবস্থায় সরকারের হস্তক্ষেপ নেই বললেই চলে?
ক. মিশ্র খ. ইসলামি গ. সমাজতান্ত্রিক ঘ. ধনতান্ত্রিক
১৪। প্রাচীন বাংলার অর্থনীতি ছিল—
ক. কৃষিনির্ভর খ. শিল্পনির্ভর
গ. রপ্তানিনির্ভর ঘ. আমদানিনির্ভর
১৫। বর্তমানে বাংলাদেশে বিদ্যমান—
ক. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা খ. মিশ্র অর্থব্যবস্থা
গ. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ঘ. ইসলামি অর্থব্যবস্থা
১৬। ইসলাম ধর্মের মূল স্তম্ভ—
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
১৭। ইসলামি অর্থব্যবস্থার ভিত্তি—
ক. কোরআন ও হাদিস খ. সমাজতন্ত্র
গ. ধনতন্ত্র ঘ. মিশ্র অর্থব্যবস্থা
১৮। যে অর্থব্যবস্থায় সুদের লেনদেন হারাম—
ক. ইসলামি খ. সমাজতান্ত্রিক
গ. ধনতান্ত্রিক ঘ. মিশ্র
১৯। মিশ্র অর্থনীতিতে কোন খাতের প্রাধান্য থাকে?
ক. সরকারি খাত খ. বেসরকারি খাত
গ. আধা সরকারি খাত ঘ. বিভিন্ন উন্নয়নমূলক খাত
২০। শ্রমিক শোষণ যে অর্থব্যবস্থায় বিদ্যমান—
ক. ইসলামি খ. সমাজতান্ত্রিক গ. মিশ্র ঘ. ধনতান্ত্রিক।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১১
১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. গ ৭. ক ৮. গ ৯. ক ১০. ক ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর