* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১৯। ছিয়াত্তরের মন্বন্তরের দুর্ভিক্ষে কত লোক মারা গিয়েছিল?
ক. প্রায় ৭০ লাখ খ. প্রায় ১ কোটি
গ. প্রায় ২ কোটি ঘ. প্রায় ৩ কোটি
২০। ১৬৪৮ সালের ওয়েস্টফালিয়ার চুক্তিটি কোন ধরনের চুক্তি?
ক. একটি বাণিজ্য চুক্তি খ. একটি শান্তিচুক্তি
গ. একটি বৈদেশিক চুক্তি ঘ. একটি যুদ্ধবিরতি চুক্তি
২১। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে?
ক. ১৭৯৩ সালে খ. ১৭৯২ সালে
গ. ১৭৯১ সালে ঘ. ১৭৯০ সালে
২২। কত সালে আলীবর্দী খাঁ মৃত্যুবরণ করেন?
ক. ১৭৫৭ সালে খ. ১৭৫৬ সালে
গ. ১৮৫৮ সালে ঘ. ১৮৫৭ সালে
২৩। কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়?
ক. ১৯০৫ খ. ১৯০৬ গ. ১৯১১ ঘ. ১৯১২
২৪। সেন রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে কে বাংলা দখল করেন?
ক. বখতিয়ার খিলজি
খ. মুহম্মদ ঘুরী
গ. আলাউদ্দিন হোসেন শাহ
ঘ. শায়েস্তা খাঁ
২৫। ছিয়াত্তরের মন্বন্তরের কারণ হলো—
i. অতিরিক্ত করের বোঝা
ii. ফসলে পোকার আক্রমণ
iii. তিন বছরের অনাবৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
২৬। ভারত কত সালে স্বাধীনতা লাভ করে?
ক. ১৫ আগস্ট, ১৯৪৭ সালে
খ. ১৬ আগস্ট, ১৯৪৭ সালে
গ. ১৪ আগস্ট, ১৯৪৭ সালে
ঘ. ১৭ আগস্ট ১৯৪৭ সালে
২৭। ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
ক. আলাদা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা
খ. মুসলমানদের দাবি আদায় করা
গ. রাজনৈতিক সুবিধা লাভ
ঘ. স্বদেশি আন্দোলন গড়ে তোলা
২৮। নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল?
ক. সোনারগাঁ খ. কলকাতা
গ. বিহার ঘ. মুর্শিদাবাদ
২৯। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮০০ সালে খ. ১৮০১ সালে
গ. ১৮৫৭ সালে ঘ. ১৯০৬ সালে
৩০। ১৯৪০ সালের দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির ফর্মুলা দেয় কারা?
ক. কংগ্রেস খ. মুসলিম লীগ
গ. লর্ড কার্জন ঘ. ব্রিটিশরা
৩১। কত সালে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?
ক. ১৩৩৮ সালে খ. ১৩৫০ সালে
গ. ১৩০৫ সালে ঘ. ১৩৩৫ সালে
৩২। বাংলার জনগণের হিন্দু-মুসলমান পরিচয় স্পষ্ট হয়ে ওঠে কখন?
ক. বঙ্গভঙ্গের ফলে
খ. মুসলিম লীগ গঠিত হলে
গ. দ্বিজাতিতত্ত্বের ফলে
ঘ. স্বদেশি আন্দোলনের ফলে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১৯. খ ২০. খ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. ঘ ২৬. ক ২৭. খ ২৮. ঘ ২৯. গ ৩০. খ ৩১. ক ৩২. গ
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর