জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৬ বাংলাদেশ ও বিশ্বপরিচয় চারু ও কারুকলা মডেল টেস্ট
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
অধ্যায়-১৩
৪৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের—
ক. ৬ এপ্রিল খ. ৭ এপ্রিল
গ. ৮ এপ্রিল ঘ. ৯ এপ্রিল
৪৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. রোমে খ. প্যারিসে
গ. জেনেভায় ঘ. হেগে
৪৯। ‘ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাকটিভিটিজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭৯ সালে
৫০। ইউএনএফপিএর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগটি
চালু হয়?
ক. আরবি বিভাগ
খ. আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
গ. ইংরেজি বিভাগ
ঘ. পপুলেশন সায়েন্স বিভাগ
৫১। ন্যাম কী?
ক. একটি সামরিক জোট
খ. একটি অর্থনৈতিক জোট
গ. একটি আঞ্চলিক জোট
ঘ. একটি জোটনিরপেক্ষ আন্দোলন
৫২। ন্যাম কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে
৫৩। বিশ্বের মুসলমান প্রধান দেশগুলোর আন্তর্জাতিক সংগঠন কোনটি?
ক. ওআইসি খ. ন্যাম
গ. ন্যাটো ঘ. আরব লিগ
৫৪। ওআইসির সদস্যসংখ্যা কত?
ক. ৫৬টি খ. ৫৭টি
গ. ১৮৯টি ঘ. ১৯৩টি
৫৫। ওআইসির সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. কায়রোয় খ. সৌদি আরবে
গ. জেদ্দায় ঘ. তেহরানে
৫৬। ওআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে
৫৭। বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৩ সালে
৫৮। ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় কবে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৫৭ সালে ঘ. ১৯৬৯ সালে
৫৯। ইউরোপীয় ইউনিয়নের সদস্যসংখ্যা কত?
ক. ২৬ খ. ২৭ গ. ২৮ ঘ. ৩০
৬০। ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. ব্রাসেলস খ. দোহা
গ. প্যারিস ঘ. লন্ডন
৬১। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সদস্য কতগুলো দেশ?
ক. ১২৫ খ. ১৩০ গ. ১৩৫ ঘ. ১৪০
৬২। আফ্রিকান ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ২০০২ খ. ২০০৫ গ. ২০১০ ঘ. ২০১৫
৬৩। আফ্রিকান ইউনিয়নের সদস্যসংখ্যা কত?
ক. ৫৩ খ. ৫৮ গ. ৬৮ ঘ. ৭২
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর