বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায় ১

২৪. ১৯৫৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দল বা জোটের তরুণ নেতা ছিলেন?

ক. যুক্তফ্রন্ট খ. গণতন্ত্রী দল

গ. আওয়ামী লীগে ঘ. মুসলিম লীগ

২৫. ১৯৫৪-এর নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন পায়?

ক. ২৩৫ খ. ২৩৬

গ. ২৩৭ ঘ. ২৩৮

২৬. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?

ক. ১০৪টি খ. ১৫৪টি

গ. ১৬০টি ঘ. ১৬৭টি

২৭. বঙ্গবন্ধু পাকিস্তানের কোন শহরে ছয় দফা পেশ করেছিলেন?

ক. করাচিতে খ. পেশোয়ারে

গ. লাহোরে ঘ. রাওয়ালপিন্ডিতে

২৮. ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন কে?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. এ কে ফজলুল হক

গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

ঘ. মাওলানা ভাসানী

২৯. ঐতিহাসিক ‘আগরতলা মামলা’ কত সালে দায়ের করা হয়?

ক. ১৯৬৭ খ. ১৯৬৮

গ. ১৯৬৯ ঘ. ১৯৭০

৩০. আগরতলা মামলার মোট আসামি কতজন?

ক. ৩৫ খ. ৩৮

গ. ৪০ ঘ. ৪৫

৩১. ঐতিহাসিক আগরতলা মামলার ‘১ নম্বর’ আসামি করা হয় কাকে?

ক. এ কে ফজলুল হককে

খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে

গ. মাওলানা ভাসানীকে

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

৩২. আইয়ুব খানের পতন হয় কখন?

ক. ১৯৫৮ সালের ২৫ মার্চ

খ. ১৯৬৯ সালের ২৫ মার্চ

গ. ১৯৭০ সালের ২৫ মার্চ

ঘ. ১৯৬৭ সালের ২৫ মার্চ

৩৩. আইয়ুব খান ১৯৬৯ সালের কত তারিখ আগরতলা মামলা প্রত্যাহার করেন?

ক. ২৩ মার্চ খ. ২২ মার্চ

গ. ২২ ফেব্রুয়ারি ঘ. ২৫ মার্চ

৩৪. ১৯৪৭-৭১ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীদের ২১১ জনের মধ্যে বাঙালি ছিলেন কতজন?

ক. ৫৪ খ. ৯০

গ. ৯৩ ঘ. ৯৫

৩৫. পাকিস্তান আমলে সামরিক বাহিনীর অফিসার পদে শতকরা কত ভাগ বাঙালি ছিলেন?

ক. ৫ ভাগ খ. ১০ ভাগ

গ. ২১ ভাগ ঘ. ৩৫ ভাগ

৩৬. ‘ছায়ানট’ প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৫৪ খ. ১৯৬১

গ. ১৯৬২ ঘ. ১৯৬৬

সঠিক উত্তর

অধ্যায় ১: ২৪. ক ২৫. খ ২৬. ঘ ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. ক ৩১. ঘ ৩২. খ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মুহাম্মদ শামীম, শিক্ষক
বিএসএনএম স্কুল, ঢাকা