বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায় ২

৩৫. গ্রামের অনেক পুরুষ ও নারী কোন কারখানায় কাজ নিয়ে শহরে চলে আসেন?

ক. পোশাক খ. চিনি

গ. কাগজ ঘ. সিমেন্ট

৩৬. বর্তমানে কৃষক জমি চাষে ব্যবহার করছেন—

i. ট্রাক্টর

ii. শ্যালো মেশিন

iii. লাঙল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. বর্তমানে জমিতে বেশি ব্যবহার করা হচ্ছে—

i. কীটনাশক

ii. জৈব সার

iii. রাসায়নিক সার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষের ভিন্ন খাবার হচ্ছে—

i. বার্গার

ii. স্যান্ডউইচ

iii. ভাত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii, iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৩৯. শহরের মানুষের অন্যতম বিনোদন হচ্ছে—

i. মঞ্চ নাটক

ii. সিনেমা

iii. টেলিভিশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii, iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪০. লোক উৎসব সংস্কৃতির কোন ধরনের উপাদান?

ক. বস্তুগত খ. অবস্তুগত

গ. ব্যবহারিক ঘ. বৈজ্ঞানিক

৪১. যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে, তাকে কী বলা হয়?

ক. উপসংস্কৃতি খ. গ্রামীণ সংস্কৃতি

গ. লোক সংস্কৃতি ঘ. শহুরে সংস্কৃতি

৪২. ওরাওঁ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন মাস থেকে বছর গণনা শুরু করে?

ক. ফাল্গুন খ. চৈত্র

গ. বৈশাখ ঘ. মাঘ

৪৩. লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান কোনটি?

ক. লোকগীতি খ. ধাঁধা

গ. সাহিত্য ঘ. খনার বচন

৪৪. লোক সংস্কৃতির বস্তুগত উপাদান কোনটি?

ক. পালকি খ. খনার বচন

গ. লোক নাটক ঘ. পল্লিগীতি

৪৫. লোক সংস্কৃতি বলতে কোনটি বোঝায়?

ক. বেদে সম্প্রদায়

খ. গ্রামের মানুষের সংস্কৃতি

গ. শহরের মানুষের সংস্কৃতি

ঘ. লোক সমাজের সংস্কৃতি

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩৫. ক ৩৬. ঘ ৩৭. খ ৩৮. ক ৩৯. ঘ ৪০. খ ৪১. গ ৪২. ক ৪৩. গ ৪৪. ক ৪৫. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মুহাম্মদ শামীম, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা