পঞ্চম শ্রেণির পড়াশোনা : বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের প্রশ্নোত্তর

অধ্যায় ৩

প্রশ্ন: ঐতিহাসিক নিদর্শন থেকে আমরা কী জানতে পারি? বাংলাদেশের কয়েকটি ঐতিহাসিক নিদর্শনের বর্ণনা দাও।

উত্তর: বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। এ নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি।

মহাস্থানগড়: মহাস্থানগড়ের অনেক নিদর্শন যেমন: পোড়ামাটির ফলক ও ভাস্কর্য, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পাথর ও কাচের পুঁতি, ব্রাহ্মী শিলালিপি, খোদাই পাথর ইত্যাদি মহাস্থানগড়ের জাদুঘরে রাখা হয়েছে। এ ছাড়া কিছু কিছু নিদর্শন রাজশাহীর বরেন্দ্র জাদুঘরে এবং ঢাকার জাতীয় জাদুঘরে রাখা হয়েছে।

পাহাড়পুর: পাহাড়পুরে পাওয়া জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা ভ্রমণকারীদের জন্য এখানকার একটি জাদুঘরে রাখা হয়েছে। এ ছাড়া এখানে একটি বিশ্রামাগার রয়েছে।

ময়নামতি: ময়নামতিতে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এ জাদুঘরে অনেক নিদর্শন রাখা হয়েছে। যেমন: বিভিন্ন মুদ্রা, পাথরের ভাস্কর্য, পোড়ামাটির লিপি, ফলক ইত্যাদি।

সোনারগাঁ: সোনারগাঁয়ের গৌরব ধরে রাখতে শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটনকেন্দ্র।

লালবাগ কেল্লা: ঢাকার দক্ষিণ-পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগের কেল্লাটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়।