অধ্যায় ১০
১৮. যেকোনো স্বাধীন পদক্ষেপ নেওয়া যায় যে পদ্ধতিতে—
i. সমাজতান্ত্রিক অর্থনীতি
ii. পূঁজিবাদী অর্থনীতি
iii. মিশ্র অর্থনীতি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. অপ্রাচুর্য সম্পদ বলতে কি বোঝায়?
ক. চাহিদার সীমাবদ্ধতা
খ. দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা
গ. জোগানের সীমাবদ্ধতা
ঘ. জনগণের চাহিদার হার
২০. সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক উপাদান কোনটি?
ক. বৈশ্বিক উষ্ণায়ন
খ. জন্ম-মৃত্যুহার
গ. জনসংখ্যার প্রকৃতি
ঘ. জীবনযাত্রার মান
২১. ‘প্রযুক্তি’ কোন ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত খ. জাতীয়
গ. সমষ্টিগত ঘ. আন্তর্জাতিক
২২. প্রাচীন বাংলায় এবং ইংরেজ শাসনের সময় বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল?
ক. পূঁজিবাদী খ. সমাজতান্ত্রিক
গ. মিশ্র ঘ. সামন্ততান্ত্রিক
২৩. মানসিক দক্ষতা কোন ধরনের উপাদান?
ক. ভূমি খ. শ্রম
গ. পূঁজি ঘ. সংগঠন
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১৮.গ ১৯.গ ২০.ক ২১.ঘ
২২. ঘ ২৩.খ
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা