বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

৫৪. রায়হানের দেশে সর্বাধিক মুনাফা
অর্জনের উদ্দেশ্যেই উৎপাদনকারী উৎপাদন করে। তার দেশে উৎপাদনকারী এবং
ভোক্তা উভয়ই স্বাধীনভাবে কাজ করতে পারে। রায়হানের দেশের অর্থব্যবস্থার নাম কি?

ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক

গ. ইসলামি ঘ. মিশ্র

৫৫. শ্রমিক শোষণ কোন অর্থব্যবস্থায় হয়ে থাকে?

ক. সমাজতান্ত্রিক খ. মিশ্র

গ. ধনতান্ত্রিক ঘ. ইসলামি অর্থব্যবস্থা

৫৬. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?

ক. মুনাফা

খ. কেন্দ্রীয় পরিকল্পনা

গ. ভোক্তার স্বাধীনতা

ঘ. বেসরকারি উদ্যোগ

৫৭. ‘ক’ একটি সমাজতান্ত্রিক দেশ। এর বৈশিষ্ট্য কোনটি?

ক. ভোক্তার স্বাধীনতা রয়েছে

খ. স্বয়ংক্রিয় দামব্যবস্থা

গ. সব সম্পদের মালিক রাষ্ট্র

ঘ. অবাধ প্রতিযোগিতা বিদ্যমান

৫৮. মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণের সঙ্গে উৎপাদিত সম্পদের বণ্টনব্যবস্থা কী রূপ?

ক.সুষ্ঠু খ. সুষম

গ. অসম ঘ. আংশিক সুষ্ঠু

সঠিক উত্তর

অধ্যায় ১০: ৫৪. ক ৫৫. গ ৫৬. খ ৫৭. গ ৫৮. ঘ