এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: বিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

২৬. পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?

ক. B-কমপ্লেক্স খ. A ও C

গ. D ও K ঘ. B কমপ্লেক্স ও K

২৭. প্রাণিদেহের শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন?

ক. ৩০% খ. ৪০%

গ. ৫০% ঘ. ৬০%

২৮. ভিটামিন A এর অভাবে কোন রোগ হয়?

ক. স্কার্ভি খ. মেনেনজাইটিস

গ. রাতকানা ঘ. কোয়াশিয়রকর

২৯. কোন ভিটামিন ধমনিতে চর্বি জমা রোধ করে?

ক. A খ. C গ. D ঘ. E

৩০. থায়ামিন (B1) এর অভাবে কোন রোগ হয়?

ক. বেরিবেরি খ. কোয়াশিয়রকর

গ. স্কার্ভি ঘ. রক্তশূন্যতা

৩১. কোন ভিটামিনের অভাবে প্লেগ রোগ হয়?

ক. নিয়াসিন (B5)

খ. কোবালামিন (B12)

গ. পিরিডিক্সিন (B6)

ঘ. থায়ামিন

৩২. মুখে ও জিভে ঘা হয় কোনটির অভাবে?

ক. B2 খ. B5

গ. B6 ঘ. B12

৩৩. আমাদের প্রতিদিন কতটুকু ভিটামিন–E যুক্ত খাবার খাওয়া উচিত?

ক. ৫–১০ মি.গ্রাম

খ. ১০–১৫ মি.গ্রাম

গ. ১০–৩০ মি.গ্রাম

ঘ. ৩০–৪০ মি.গ্রাম

সঠিক উত্তর

অধ্যায় ১: ২৬. ক ২৭. গ ২৮. গ ২৯. গ ৩০. ক ৩১. ক ৩২. ক ৩৩. গ