বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৫১. জাতিসংঘ কত সালে বিভিন্ন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদ–নদীর পানি বণ্টনসংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি করে?

ক. ১৯৯৭ খ. ১৯৭৩

গ. ১৯৭৫ ঘ. ১৯৯৮

৫২. পানির মান PH খুব কমে গেলে জলজ প্রাণীর—

i. অঙ্গপ্রতঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না

ii. দেহ অভ্যন্তরে খনিজ পদার্থ কমে যাবে

iii. পানির তলদেশে সাঁতার কাটবে

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i. ii.ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৩ ও ৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অপু ও দিপু দুজনে দুটি পুকুরে মাছ চাষ করে। অপুর পুকুরের মাছে বৃদ্ধি সন্তোষজনক। আর দিপুর পুকুরের মাছগুলো দুর্বল ও অঙ্গপ্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হয়নি।

৫৩. অপুর পুকুরের পানি কোন ধরনের?

ক. অ্যাসিডিক খ. ক্ষারীয়

গ. নিরপেক্ষ ঘ. ক্যালসিয়াস

৫৪. দিপুর পুকুরের পানিতে নিচের কোনটি হ্রাস করা উচিত?

ক. অ্যাসিড খ. ক্ষার

গ. ক্যালসিয়াম

ঘ. ফসফরাস

৫৫. কোনো পানির PHএর মান ৭ হলে তাকে আমরা কী বলি?

ক. নিরপেক্ষ খ. ক্ষারীয়

গ. অ্যাসিডীয় ঘ. অম্লীয়

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫১. ক ৫২. ক ৫৩. গ ৫৪. ক ৫৫. ক


মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা