অধ্যায় ৩
৬. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে করণীয় কী?
ক. প্রশিক্ষণ ও ঋণদান
খ. চাকরির গুরুত্ব তুলে ধরা
গ. ব্যবসার গুরুত্ব তুলে ধরা
ঘ. শিল্পপতির গল্প শোনানো
৭. আত্মকর্মসংস্থানের জন্য অপরিহার্য কী?
ক. নৈপুণ্য খ. অধিক পুঁজি
গ. অভিজ্ঞতা ঘ. আন্তরিকতা
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
স্যামসন এইচ চৌধুরী অফুরন্ত উদ্যম ও সাহস নিয়ে ওষুধ উৎপাদন করেন। তাঁর উদ্ভাবিত ওষুধের গুণগতমান ছিল উন্নত।
৮. ‘তাঁর উদ্ভাবিত ওষুধের গুণগতমান ছিল উন্নত’—এটি কোন গুণের বহিঃপ্রকাশ?
ক. সততা খ. অধ্যবসায়ী
গ. পরিশ্রমী ঘ. উদ্যমী
৯. তাঁর পুঁজি ছিল—
i.উদ্যম ii.প্রচুর অর্থ
iii.সাহস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৬. ক ৭. ঘ ৮. ক ৯. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা