ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

২৯. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র?

ক. টেইলারিং খ. পোশাকশিল্প

গ. বস্ত্রশিল্প ঘ. জাহাজ তৈরি

৩০. BIM কোন মন্ত্রণালয়ের অধীনে?

ক. শিল্প খ. কৃষি

গ. বাণিজ্য ঘ. শিক্ষা

৩১. কোন মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য মহিলাদের কর্মসংস্থান করে দেওয়া?

ক. BIM খ. MWA

গ. YTC ঘ . Notrams

৩২. বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠিকে কাজে লাগানোর জন্য কী প্রয়োজন?

ক. চাকরি খ. শিল্প

গ. ব্যবসায় ঘ. আত্মকর্মসংস্থান

৩৩. কর্মসংস্থানকে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

৩৪. বাংলাদেশে কোন ধরনের বেকারত্ব প্রকট?

ক. সাময়িক খ. পূর্ণকালীন

গ. মৌসুমি ঘ. দীর্ঘকালীন

৩৫. ব্যবসায়ে সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?

ক. প্রশিক্ষণ খ. দক্ষ শ্রমিক

গ. পর্যাপ্ত মূলধন ঘ. পরিকল্পনা প্রণয়ন

৩৬. ব্যবসার সাফল্য অর্জনের পথকে সুগম করে—

i. সঠিক প্রযুক্তির ব্যবহার

ii. স্থানীয় ও আমদানিকৃত প্রযুক্তির সংমিশ্রণ

iii. বন্ধুবান্ধবের পরামর্শ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২৯. ক ৩০. ক ৩১. খ ৩২. ঘ ৩৩. খ ৩৪. গ ৩৫. ঘ ৩৬. ক


মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা