ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৯

নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শিবলী শহর থেকে কাপড় কিনে গ্রামে বিক্রি করেন। তিনি ভোক্তাদের চাহিদা ও আগ্রহ অনুসারে কাপড় সরবরাহ করে থাকে।

১১. শিবলীর ব্যবসায়টিকে কী বলা যায়?

ক. পাইকারি খ. বিক্রয় প্রতিনিধি

গ. খুচরা ঘ. মজুতদারী

১২. বিপণন কার্যাবলিতে মি. শিবলীর কাজটি হচ্ছে—

i. ক্রয়-বিক্রয়

ii. তথ্য সংগ্রহ

iii. ভোক্তা বিশ্লেষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৩. বিজ্ঞাপন দেওয়া হয় কেন?

ক. পণ্যের মূল্য বৃদ্ধির জন্য

খ. ক্রেতাদের পণ্যের ধারণা দেওয়ার জন্য

গ. পণ্যের বাজার জানার জন্য

ঘ. উদ্যোক্তা তৈরি করার জন্য

১৪. ৪০ কাউন্টের সুতা, ৮০ কাউন্টের সুতা নির্ধারণ করাকে কী বলে?

ক. প্রমিতকরণ খ. প্যাককরণ

গ. গ্রেডিং ঘ. পর্যায়িতকরণ

১৫. ব্যবসায়ের উৎপত্তির মূল কারণ কোনটি?

ক. প্রয়োজন বোধ খ. অভাব বোধ

গ. চাহিদা ঘ. দায়বোধ

১৬. ‘স্বদেশি পণ্য কিনে হও ধন্য’ বিজ্ঞাপনটি কিসে উৎসাহিত করে?

ক. স্বাতন্ত্রবোধ খ. জাতীয়তাবোধ

গ. দেশপ্রেম ঘ. ধর্মপ্রেম

নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রাখিল দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে অতি অল্প সময়ের মধ্যে নিজের এলাকায় একটি ফাস্ট ফুডের দোকান দেন। এলাকাটি জনবহুল হলেও অর্থনৈতিকভাবে অনগ্রসর। ফলে তার প্রত্যাশিত মুনাফা অর্জিত হয়নি।

১৭. রাখিল ব্যবসায় শুরুর পূর্বে কোন দিকটি বিবেচনা করেন নি?

ক. বাজারের আকার খ. পণ্যের চাহিদা

গ. শিক্ষার হার ঘ. পণ্যের মান

১৮. রাখিলের ব্যবসায়ের সফলতা না আসার কারণ—

i. ভোক্তার আয় কম

ii. সঠিক পণ্য নির্বাচন না করা

iii. বাজারের আকার ছোট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৯. ক্রেতা অনুসন্ধান বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত?

ক. ভোক্তা বিশ্লেষণ

খ. তথ্য সংগ্রহ

গ. বিক্রয়

ঘ. পরিবহন

২০. বিপণনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়—

i. সময়গত

ii. স্থানগত

iii. স্বত্বগত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২১. ক্রেতা আকর্ষণ করার দক্ষতাকে কী বলে?

ক. ব্যক্তিক বিক্রয় খ. বিক্রয়িকতা

গ. বিক্রয় প্রসার ঘ. সাংগঠনিক দক্ষতা

সঠিক উত্তর

অধ্যায় ৯: ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. খ


মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা