ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৯

৩৫. প্রমিতকরণের ফলে—

i. পণ্যের মান নির্ধারণ হয়

ii. বিপণন প্রক্রিয়া সহজ হয়

iii. বিক্রয়কার্যে গতিশীলতা বৃদ্ধি পায়.

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৩৬. গ​ুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

ক. স্বত্বগত খ. সময়গত

গ. ঝুঁকিগত ঘ. স্থানগত

৩৭. গ​ুদামজাতকরণ কী ধরনের বাধা দূর করে?

ক. স্থানগত খ. ঝুঁকিগত

গ. সময়গত ঘ. তথ্যগত

নিচের উদ্দীপকটি পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বাহার তার ব্যবসায়ের পণ্যের মান নির্ধারণ করেন ভোক্তার চাহিদা ও রুচির ওপর নির্ভর করে। ফলে ভোক্তাদের কাছে তিনি বেশ জনপ্রিয়।

৩৮. বাহার বিপণনের কয়টি কাজ সমাধান করেন?

ক. ২টি খ. ৩টি

গ. ৭টি ঘ. ৫টি

৩৯. মি. বাহার কোন কাজের জন্য ভোক্তাদের নিকট জনপ্রিয়?

ক. মান নির্ধারণ

খ. ভোক্তা বিশ্লেষণ

গ. প্রমিতকরণ ঘ. তথ্য সংগ্রহ

৪০. খুচরা ব্যবসায়ী কার নিকট পণ্য বিক্রি করে?

ক. দালাল খ. উৎপাদনকারী

গ. ভোক্তা ঘ. পাইকার

৪১. পাইকারের কাজ হলো—

i. ক্রয়

ii. বিক্রয়

iii. গ​ুদামজাতকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

তানিয়া শহর থেকে কাপড় কিনে গ্রামে বিক্রি করেন। তিনি ভোক্তাদের চাহিদা ও আগ্রহ অনুসারে কাপড় সরবরাহ করে থাকে।

৪২. তানিয়ার ব্যবসায়টিকে কী বলে?

ক. পাইকারি খ. বিক্রয় প্রতিনিধি

গ. খুচরা ঘ. মজুতদারি

৪৩. বিপণন কার্যাবলিতে মিস তানিয়ার কাজটি হচ্ছে—

i. ক্রয়-বিক্রয়

ii. তথ্য সংগ্রহ

iii. ভোক্তা বিশ্লেষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪৪. মালিকানাগত, স্থানগত ও সময়গত উপযোগ সৃষ্টি করে কোনটি?

ক. গ​ুদামজাতকরণ

খ. বাজারজাতকরণ

গ. মোড়কিকরণ

ঘ. প্রমিতকরণ

৪৫. ফরমালিনযুক্ত মাছ ও ফল বিক্রি করা কোন ধরনের কাজ?

ক. অর্থনৈতিক খ. অযৌক্তিক

গ. আদর্শহীন ঘ. অমানবিক

সঠিক উত্তর

অধ্যায় ৯: ৩৫. গ ৩৬. খ ৩৭. গ ৩৮. ৩৯. ক ৪০. গ ৪১. ঘ ৪২. গ ৪৩. খ ৪৪. খ ৪৫. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল