ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১ ও ২

২০. বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশ উন্নয়নে যে পদক্ষেপ কার্যকর হতে পারে তা হলো—

i. জনগণের সঞ্চয় প্রবণতা বাড়ানো

ii. বিজ্ঞান ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ

iii. শেয়ারবাজারকে গতিশীল করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. পণ্য বিনিময় কোন ধরনের বাধা দূর করে?

ক. অর্থগত খ. ব্যক্তিগত

গ. তথ্যগত ঘ. সময়গত

২২. ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কী?

ক. মুনাফা অর্জন খ. উৎপাদন

গ. বিনিয়োগ ঘ. বণ্টন

২৩. ইউরিয়া সার কোন শিল্পের অন্তর্গত?

ক. নিষ্কাশন খ. প্রজনন

গ. বিশ্লেষণ ঘ. যৌগিক

২৪. বাণিজ্য যে ধরনের উপযোগ সৃষ্টি করে তা হলো—

i. রূপগত

ii. সময়গত

iii. স্থানগত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. প্রজননশিল্পের অন্তর্গত হলো—

i. নার্সারি

ii. হাঁস-মুরগি পালন

iii. পুকুর থেকে মাছ ধরা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. নিচের কোনটি বাণিজ্য?

ক. মাছ চাষ

খ. পণ্য পরিবহন

গ. কয়লা উত্তোলন

ঘ. ব্রিজ ও কালভার্ট নির্মাণ

২৭. সামাজিক ব্যবসার ধারণাটির উদ্ভাবক কে?

ক. ড. ফজলে হাসান আবেদ

খ. ফিলিপ বাটলার

গ. অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ঘ. বিল গেটস

২৮. পুনঃবিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে কে?

ক. উৎপাদক খ. বিক্রেতা

গ. ভোক্তা ঘ. ক্রেতা

২৯. পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভাজন করার প্রক্রিয়াকে কী বলা হয়?

ক. পর্যায়িতকরণ খ. একত্রীকরণ

গ. প্রমিতকরণ ঘ. বিভাগীকরণ

সঠিক উত্তর

অধ্যায় ১ ও ২: ২০. খ ২১. খ ২২. ক ২৩. ঘ ২৪. গ ২৫. খ ২৬. খ ২৭. গ ২৮. খ ২৯. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল